স্পোর্টস ডেস্ক:: চলতি মৌসুমের শুরুতে সাউদাম্পটন থেকে ভার্জিল ফন ডাইককে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছিল লিভারপুল। কিন্তু পারেনি। তবে শীতকালীন দলবদলের শুরুতেই রেকর্ড গড়েই তাকে দলে ভিড়িয়ে রেখেছে লিভারপুল। নেদারল্যান্ডসের এই তারকাকে দলে ভেড়াতে লিভারপুলকে গুণতে হচ্ছে রেকর্ড ৭৫ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি টাকায় ৮৩৭ কোটি ৪০ লাখ টাকা। অ্যানফিল্ডের ক্লাবটিতে তার সাপ্তাহিক পারিশ্রমিক ১ লাখ ৮০ হাজার পাউন্ড। লিভারপুলে যোগ দিয়ে ফন ডাইক টুইটে লেখেন, ‘লিভারপুলে যোগ দিতে পেরে আমি আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। আজকের দিনটা আমার এবং পরিবারের জন্য ভীষণ গর্বের।’ বিশাল অঙ্কের এই ট্রান্সফার দিয়ে ম্যানচেস্টার সিটির গড়া সবচেয়ে দামি ডিফেন্ডার কেনার রেকর্ডটি ভেঙে ফেলল লিভারপুল। গত জুলাইয়ে টটেনহাম হটস্পারের ইংলিশ রাইট ব্যাক কাইল ওয়াকারকে ৫ কোটি ৪০ লাখ পাউন্ডে কিনে রেকর্ডটি গড়েছিল সিটি। গত জুলাইয়ে মোনাকো থেকে বেনজামিন মেন্ডিকে ৫ কোটি ২০ লাখ পাউন্ড দামে কিনেছিল ম্যানচেস্টার সিটি। তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামি ডিফেন্ডার। এ তালিকায় চতুর্থ ডেভিড লুইজের (চেলসি থেকে পিএসজি) ট্রান্সফার ফি ৫ কোটি পাউন্ড।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn