ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, বাংলাদেশ সরকারের অনুরোধে ফেসবুক কর্তৃপক্ষ গত ৪৮ ঘণ্টায় ৮৭টি ফেসবুক অ্যাকাউন্ট, লিংক ও পেজ বন্ধ করেছে। শনিবার সংসদে আওয়ামী লীগের নারী সংসদ সদস্য আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি সংসদে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, উস্কানিমূলক কর্মকাণ্ড, ধর্মীয় সহিংসতা ছড়ানো ছাড়াও কিছু বিতর্কিত কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়ে গত ৪৮ ঘণ্টায় ফেসবুক কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়। তিনি আরো জানান, গত ১৮ মাসে সরকারের অনুরোধে সর্বমোট ১৯৬টি অ্যাকাউন্ট, পেজ ও লিংক বন্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। জাতীয় পার্টির নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সাখাওয়াত চৌধুরীর এক প্রশ্নের জবাবে তারানা হালিম জানান, ‘২০১৫-১৬ অর্থবছরে পোস্ট অফিস থেকে ৩০১ কোটি টাকা রাজস্ব এসেছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ কোটি টাকা বেশি।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn