জামালগঞ্জের জাতীয় শোক দিবসের কর্মসূচী পালিত

জামালগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন শেষে র‌্যালী ও আলোচনা সভা পুরষ্কার বিতরণী অনুষ্টান হয়েছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)সহকারি কমিশনার ভ’মি মনিরুল হাসান।বীর মুক্তিযোদ্ধা সন্তান কাজী আশরাফুজ্জামান ও জামিল আহমেদ জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু,জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চেšধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী,জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাশেম,সাবেক উপজেলা  চেয়ারম্যান ইউসুফ আল আজাদ,মৎস্য কর্মকর্তা সেফাউল আলম,প্রাণী সম্পদ কর্মকর্তা মমিনূর রহমান,সমবায় কর্মকর্তা আবু তাহের, সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুলা আল মামুন,একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত,ইউপি চেয়ারম্যান করুনাসিন্ধু তালুকদার,প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বিধান ভুষন চক্রবর্তী,মুক্তিযোদ্ধাডিপুটি কমান্ডার শ্রী-কান্ত তালুকদার,সাংবাদিক ফোরাম সভাপতি মো.ওয়ালী উল্লাহ সরকার, মহিলা পরিষদ সভানেত্রী শেখ আয়েশা বেগম,সমাজ কর্মী পংকজ পাল চেšধুরী, কৃষক লীগের যুগ্ন আহবায়ক আলী আমজাদ প্রমূখ।অপর দিকে জামালগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। স্থানীয় সাচনা বাজার আ’লীগের দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে,সাধারণ সম্পাদক এম নবী হোসেনের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি দ্বীজেন্দ্র লাল দাস,যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়, জামালগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি আবদুল খালেক,ফেনারবাক ইউনিয়ন সভাপতি খোকন চৌধুরী,সাচনা বাজার ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন,বেহেলীর সভাপতি নির্মাল্য কান্তি রায় সসীম,ভীমখালীর সভাপতি আক্তারুজ্জামান শাহ, আলীগের প্রচার সম্পাদক অসিত রায় চৌধুরী,দপ্তর সম্পাদক শম্বু আর্চায্য,সাচনাবাজার ইউপি সাধারন সম্পাদক বিপ্লব পাল,আ”লীগ নেতা সাদেক আলী,তোতা মিয়া,বদিউজ্জামান,রইছ মিয়া প্রমূখ।
অপর দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আযোজনে শোক র‌্যালী ও পূস্পস্তবক অর্পন করে উপজেলা পরিষদে আলোচনা সভায় মিলিত হয়।দুপুর বারোটায় আ”লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
যুবলীগের আহবায়ক আবুল খায়ের সভাপতিত্বে যুগ্ন-আহবায়ক ইকবাল আল আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ,অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন-আ”লীগর যুগ্ন সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আ”লীগ নেতা আসাদ আল আজাদ,আবুল কালাম সরকার, আ”লীগের সমাজকল্যান সম্পাদক মলি হোসেন তালুকদার, আ”লীগ নেতা গোলাম হাসান আফিন্দ রাজু,শ্রমিক লীগ নেতা সায়েম পাঠান,কালাম আবেদীন,সুব্রত পুরকায়স্থ, , সেচ্ছাসেবক লীগ নেতা আবু তাহের তালুকদার, যুবলীগ নেতা কাশেম আখঞ্জি,আনোয়ার হোসেন তালুকদার, এস এম মুক্তার হোসেন প্রমূখ।

এদিকে জামালগঞ্জে কৃষকলীগের শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সকালে র‌্যালীটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়েছে। সভায় সভাপতিত্ব উপজেলা কৃষকলীগের আহবায়ক আবুল কাশেম চৌধুরী। যুগ্ন-আহবায়ক আলী আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা কৃষক লীগ সদস্য নিজাম নূর,উপজেলা যুগ্ন আহবায়ক সামসুল আলম,জামালগঞ্জ সদর ইউনিয়ন আহবায়ক হেলাল উদ্দিন,সাচনা বাজার আহবায়ক টনিক বনিক, ফেনারবাক আহবায়ক ময়না মিয়া, উত্তর আহবায়ক জহিরুল হক, বেহেলী আহবায়ক রাসেল মিয়া, কৃষক লীগ নেতা,জালাল উদ্দিন,জাকির হোসেন,শুক্কর আলী,গোলাম হোসেন,তাজুল ইসলাম, মানিক মিয়া,সিদ্দিকুর রহমান,রফিকল ইসলাম,ছাত্রলীগ নেতা তারেক আহমদ প্রমূখ।
জামালগঞ্জে উত্তর ইউনিয়ন পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ হল রুমে দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন-জামালগঞ্জ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মো. রজব আলী, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাংবাদিক ফোরামের সভাপতি মো.ওয়ালী উল্লাহ সরকার,সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, আকবর হোসেন, তৌহিদ চৌধুরী প্রদীপ ,সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক, ইউপি সদস্য বাচ্চু মিয়া,আব্দুল কাদির,আবু হানিফা,আব্দুল হান্নান,মোজাফর আলী প্রমূখ।অপর দিকে ফেনারবাক ইউনিয়নের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শোক সভা অনুষ্টিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোরঞ্জন পুরকায়স্থ,সহকারী শিক্ষিকা সুইটি রানীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ রঞ্জন তালুকদার, ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায়,ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা,অজিত কুমার সরকার,কে এম আব্দুর রহিম, সমাজ সেবক নিধু ভুষণ তালুকদার,রঞ্জু পুরকায়স্থ শিক্ষিকা রিতুরানী তালুকদার শেফালী বেগম প্রমূখ।

দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালিত

জেলার বিশ^ম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ এ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী আজ সকাল ১০ ঘটিকায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্টানমালার মধ্যে ছিল, জাতীয় সঙ্গীত পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, হামদ-নাত, পরিবেশন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা। সোলেমান আহমদ ও মারুফা আক্তারের সঞ্চালনায় অধ্যক্ষ্য বিমলাংশু রায়ে সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন প্রভাষক মোরারফ হোসেন ইমন, প্রভাষক শেখ এটিএম আজরফ, সহকারি অধ্যাপক জাকির হোসেন, উপাধ্যক্ষ প্রমথ রঞ্জন চক্রবর্তী, প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রভাষক সৃজন পুরকায়স্থ, প্রভাষক সসীম চন্দ্র সিংহ, প্রভাষক রেশমা আক্তার, প্রভাষক মো. মশিউর রহমান, প্রভাষক সুজিত চন্দ্র সরকার, প্রভাষক অনুপম চৌধুরী, প্রভাষক শহীদুল্লাহ, প্রভাষক কুমুদ চন্দ্র শর্মা, সহকারি অধ্যাপক মো.মুজিবুর রহমান, সহকারি অধ্যাপক মো.আবদুল্লাহ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন আমজাদ হোসেন, ইসমাইল হোসেন, পারভেজ হাসান সৌরভ, সৈয়দা আছমা । অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান এবং গীতা পাঠ করেন পান্না রানী দে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn