ছাতকে ফেসবুকের স্ট্যাটাস নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
ছাতকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসামনী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় কৈতক উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার চেচান গ্রামে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের চেচান এলাকায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে উপজেলার চেচান গ্রামের তালুকদার গোষ্ঠী বনাম খইয়া গোষ্ঠীর মধ্যে গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার এলাকার সিপিবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠিত হয়। এ কমিটিকে কটাক্ষ করে এক পক্ষের লোকজন ফেসবুকে স্ট্যাটাস দিলে শনিবার সকাল সাড়ে ৯টায় উভয় পক্ষের লোকজন সুনামগঞ্জ-সিলেট সড়কের চেচান এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-সিলেট সড়কে যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় যন চলাচল শুরু হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. বরকতুল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।