তরুণদেরকে বাংলা সাহিত্যের ধারা বুঝতে হবে: রামেন্দু মজুমদার
শিবলী আহমেদ –
রামেন্দু মজুমদার, বাংলাদেশের খ্যাতিমান একজন অভিনেতা। তিনি ঢাকার মঞ্চ নাটক আন্দোলনের পথিকৃত। টিভিতেও প্রচুর অভিনয় করেছেন। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি-জীবনের সঙ্গে নিবিড় সম্পৃক্তির মধ্য দিয়ে এমন এক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন যিনি অর্জন করেছেন বিপুল মানুষের শ্রদ্ধা, ভালবাসা ও সম্মান। তিনি অনেক গুণে গুণান্বিত, অনেক কর্মে সমর্পিত। চলতি অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে বইয়ের টানে ছুটে এসেছিলেন। মেলার শেষ দিনে সোহরাওয়ার্দি উদ্যানে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এই অভিনেতার, কথা বলেছিলেন বইমেলা ও তরুণ লেখক প্রসঙ্গে।
প্রশ্নঃ কেমন আছেন?
রামেন্দু মজুমদার: ভালো আছি।
প্রশ্নঃ বইমেলা কেমন লাগলো এবার?
রামেন্দু মজুমদার: ভালো লেগেছে, কিন্তু আজই মেলা শেষ হয়ে যাবে, এটা ভেবে খারাপ লাগছে।
প্রশ্নঃ সমাপ্তিকে তো মেনে নিতেই হবে। আমরা জানি যে আপনি বাংলাদেশের একজন খ্যাতিমান অভিনেতা। অভিনয়ের পাশাপাশি আপনি লেখালেখি করেন কী?
রামেন্দু মজুমদার: হ্যাঁ। আমি লেখালেখির চর্চাও করি। এ যাবৎ আমার চারটি বইও বের হয়েছে। বইগুলো প্রবন্ধ, মুক্তিযুদ্ধ, আত্মজীবনী ও নাট্য বিষয়ক।
প্রশ্নঃ বর্তমানে আমাদের দেশের তরুণ লেখক কিংবা পাঠকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে?
রামেন্দু মজুমদার: তরুণদের উচিত হবে ক্লাসিক বই থেকে পড়াশোনা শুরু করা। তরুণদেরকে বাংলা সাহিত্যের ধারা বুঝতে হবে। তারপর সে অনুযায়ী এগিয়ে যেতে হবে।
প্রশ্নঃ তরুণ কিংবা প্রবীণদের মধ্যে আপনার প্রিয় লেখক কে?
রামেন্দু মজুমদার: এটা নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ অনেকের লেখাই ভালো লাগে, অনেকেই ভালো লেখেন।
প্রশ্নঃ ধন্যবাদ আপনাকে।
রামেন্দু মজুমদার: আপনাকেও ধন্যবাদ।