০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘কেয়ামত’ পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়

রিপোর্টার
  • সময় : ১২:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • / ৯ ভিউ

নিরেপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে বিএনপি প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ১ মার্চ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘২০১৪ সালেও আপনার (প্রধানমন্ত্রী) অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যাইনি। প্রয়োজনে বিএনপি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে। তারপরও আপনার অধীনে নির্বাচনে যাব না।’

খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া ছাড়া তো নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। সেটা অসম্ভব। নির্বাচন অংশগ্রহণমূলক করতে হলে খালেদা জিয়াকে ছাড়া হবে না।’ ‘এমন কোনো অপরাধ খালেদা জিয়া করেননি যে তাকে জেল দিতে হবে। প্রতিহিংসার কারণে ও পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে আপনি (প্রধানমন্ত্রী) এমন ভাবতে পারেন। তবে ভবিষ্যতে আপনার অধীনে আমরা নির্বাচনে যাব না’, যোগ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘কেয়ামত’ পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়

সময় : ১২:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭

নিরেপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে বিএনপি প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ১ মার্চ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘২০১৪ সালেও আপনার (প্রধানমন্ত্রী) অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যাইনি। প্রয়োজনে বিএনপি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে। তারপরও আপনার অধীনে নির্বাচনে যাব না।’

খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া ছাড়া তো নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। সেটা অসম্ভব। নির্বাচন অংশগ্রহণমূলক করতে হলে খালেদা জিয়াকে ছাড়া হবে না।’ ‘এমন কোনো অপরাধ খালেদা জিয়া করেননি যে তাকে জেল দিতে হবে। প্রতিহিংসার কারণে ও পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে আপনি (প্রধানমন্ত্রী) এমন ভাবতে পারেন। তবে ভবিষ্যতে আপনার অধীনে আমরা নির্বাচনে যাব না’, যোগ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।