বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুর্দ্ধ-১৮ জাতীয় যুব ফুটবল ২০১৭’এর গ্রুপ পর্যায়ের চূড়ান্ত খেলায় ১-০ গোলে সুনামগঞ্জ জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা দল। শনিবার বিকাল সাড়ে ৩ টায় সিলেট বনাম সুনামগঞ্জের মধ্যে শুরু হয়  উত্তেজনাপূর্ন ফাইনাল খেলা।   খেলার প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের সময় সিলেট জেলা দলের ৯ নম্বর জার্সি পরিহিত সাকিরের একক নৈপুণ্যে সুনামগঞ্জের গোলপোস্টে বল ঢুকলে ১-০ গোলে এগিয়ে যায় শক্তিশালী দল সিলেট। তবে গোলদাতা সাকির গোল দেয়ার আনন্দে নিজের জার্সি খোলে মাঠের বাহিরে চলে যাওয়ার তাকে হলুদ কার্ড দেখান রেফারি। এছাড়া খেলায় মারাত্মক ফাউল করায় সিলেট জেলা দলের গোলকিপারকে হলুদ কার্ড দেখান রেফারি।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত বার বার সুযোগ পেলেও কোন গোলের দেখা পায়নি সুনামগঞ্জ জেলা দল। তবে ঘরের মাঠে চমৎকার খেলা উপহার দিয়ে রানার্স আপের গৌরব অর্জন করার পাশাপাশি দর্শক হৃদয় জয় করে নেয় তাঁরা।  শনিবার বিকাল সাড়ে ৩ টায় অ্যাড. এনাম আহমদের সঞ্চালনায় সুনামগঞ্জ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনপর্ব অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী সিলেট জেলা দলের খেলোয়ারদের হাতে চ্যাস্পিয়ন ট্রপি ও রানার্স আপ সুনামগঞ্জ জেলা দলের খেলোয়ারদের হাতে রানার্স আপ ট্রফি তোলে দেন স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, ফুটবল ফেডারেশনের সদস্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহি উদ্দিন সেলিম, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি পারভেজ আহমদ, অ্যাড. নানু মিয়া, সিরাজুর রহমান সিরাজ, অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মুনিম, সদস্য প্রদীপ পাল নিতাই, দিলারা বেগম, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাকের, কোষাধ্যক্ষ ইকবাল বখত সুমন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, জেলা আইনজীবী সমিতিরি সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলা দেখতে দুপুর থেকে উপচে পড়া ভিড় ছিল স্টেডিয়ামে। বিপুল দর্শকের উপস্থিতিতে স্টেডিয়ামের সকল গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ ছিল। স্টেডিয়ামের গ্যালারীতে জায়গা না পেয়ে অনেকেই আশপাশের ভবনের ছাদ, গাছ ও স্টেডিয়ামের পূর্ব দিকের নিরাপত্তা দেওয়ালে উঠে খেলা উপভোগ করেন।  প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা উপভোগে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। দর্শকদের চিৎকারের সাথে সাথে কান ঝাঁঝালো শব্দের অনেক ভুভুজেলার আওয়াজে মাঠ ছিল সরগরম। সৌখিন এক দর্শক নিজ দায়িত্বে হ্যান্ড মাইক নিয়ে মাঠের দক্ষিণ দিকের গ্যালারীতে ছিলেন সরব। হাজার হাজার ফুটবল প্রেমিদের সাথে গ্যালারীতে উপস্থিত ছিলেন একমাত্র নারী ফুটবলপ্রেমি পৌর কাউন্সিলর শেলী চৌহার ময়না।
উল্লেখ্য বাংলাদেশ ফুটবল ফেডারশনের আয়োজনে অনুর্দ্ধ -১৮ জাতীয় যুব ফুটবল প্রতিযোগিতার এই আসরে ৮ টি জেলা অংশগ্রহণ করে। গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের শুরু হয়। টুনামেন্টে অংশগ্রহণ করে সুনামগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও চাঁদপুর জেলা দল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn