আদালতে যুক্তির্কের সময় আবেগময় বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেন আইনজীবী আহাসান উল্লাহ। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তার চোখের পানি ধরে রাখতে পারেননি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামিপক্ষের আইনজীবী আহসান উল্লাহ যুক্তিতর্কের এক পর্যায়ে বলেন, “কোনো নথি ছাড়া হাওয়ার ওপরই এই মামলা দায়ের করা হয়েছে। মামলা মামলা খেলায় বেগম জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোসহ এ পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন। যে সন্তান হারায় সে বোঝে সন্তানের ব্যথা কী জিনিস!” এ সময় কেঁদে ফেলেন আহসান উল্লাহ। আদালতে উপস্থিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও কেঁদে ফেলেন। তাকে একাধিকবার চোখ মুছতে দেখা যায়। বুধবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে শুনানিকালে এ দৃশ্যের অবতারণা হয়। এদিন এ মামলার আসামি কাজী সলিমুল হক ও শরাফ উদ্দিনের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন তাদের আইনজীবী আহসান উল্লাহ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn