রাজন চন্দ- সুনামগঞ্জের নতুন পাড়ায় জেলার সবচেয়ে আকর্ষনীয় ও প্রাচীন সভ্যতার ঐতিহ্য তুলে ধরে বিদ্যা ও সঙ্গীতের দেবী স্বরস্বতী পূজার আয়োজন করেছে ফ্রেন্ডস লোটাস গ্রুপ। চলতি সপ্তাহের সোমবার (২২ জানুয়ারি) এ পূজাটি অনুষ্ঠিত হবে। ফ্রেন্ডস লোটাস গ্রুপের মুখপাত্ররা জানিয়েছেন,গ্রুফের ১০ বছর পুর্তি উপলক্ষ্যে বিশেষ আয়োজন হিসেবে প্রায় ৩ লক্ষাধিক টাকা ব্যায়ে এ পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।  পুজার বিশেষ আকর্ষন হিসেবে থাকছে বর্তমান প্রজন্মের সামনে প্রাচীন সভ্যতার প্রদর্শনী তুলে ধরা এবং সেই সাথে জমকালো সাজসজ্জা। গতকাল এ প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখতে পায়, ৪/৫ জন প্রতিমা কারিগর অত্যন্ত সুনিপুনভাবে রং তুলি দিয়ে স্বরস্বতী প্রতিমা সহ প্রাচীন সভ্যতার আমলের সিপাহী ও বিভিন্ন ধরনের প্রাচীন মুর্তির আকৃতি তুলে ধরে ১০ টি প্রতিমা তৈরী করেছেন। এ পুজাকে কেন্দ্র করে নতুনপাড়া সহ আশপাশ এলাকায় বাহারি সাজসজ্জা চলছে সেই সাথে পুজা মন্দিরের পাশে ও রাস্তায় সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। জানা যায়,পুজায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা দেয়ার জন্য ফ্রেন্ডস লোটাস গ্রুপের সদস্যরা  সেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। টাঙ্গাইল থেকে আসা প্রতিমার কারিগর আনন্দ পাল জানান, প্রায় মাস খানেক ধরে আমরা ৪ জন কারিগর দিন রাতে কাজ করে প্রাচীন আমলের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে প্রতিমা তৈরীর কাজ চালিয়ে যাচ্ছি। আশা রাখছি সারা দেশের তুলনায় এই পুজাটিই হবে সবচেয়ে আকর্ষনীয় এবং ব্যায়বহুল। ফ্রেন্ডস লোটাস গ্রুপের মুখপাত্র সঞ্জয় তালকুদার ও সুব্রত দাস বলেন, ১০ বছর পুর্তি উপলক্ষ্যে আমাদের এই ফ্রেন্ডস লোটাস গ্রুপ এ বছর  এমন একটি স্বরস্বতী পূজার আয়োজন করছি যা সারা দেশব্যাপী আলোচিত হয় সেই সাথে সুনামগঞ্জের সুনাম যেন সংস্কৃতির দিক দিয়ে আরো এগিয়ে যায়। সুনামগঞ্জ সরকারি কলেজের বি কম শেষ বর্ষের ছাত্র সুদীপ তালকদার মুন জানান, আমার বাড়ি তাহিরপুরে কিন্তু স্বরস্বতী পুজার পুষ্পাঞ্জলি গ্রহন করার জন্য আমি এ পুজায় অংশগ্রহন করব। এবং আমার সাথে অনেক বন্ধুরাও এ আকর্ষনীয় পুজাটি দেখার জন্য সুনামগঞ্জ যাবে। সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সনাতন ধর্মের অনুসারিরা সারাদেশ ব্যাপী এ পূজার আয়োজন করেন।  সুনয়ামগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ শহীদুল্লাহ জানান,স্বরস্বতী পূজাকে কেন্দ্র করে পুরো জেলা শহরে পুলিশ বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যাবস্থা থাকবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn