আফগানিস্তানের কাবুলে পররাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে আত্মঘাতী বোমা হামলায় আন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ বুধবার বিকেল ৪টার দিকে এ হামলা হয়। এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয়, আজ বিকেলের ওই হামলায় এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৯ জন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর আবাসিক ভবনের পাশেই ওই হামলাটি হয়েছে। আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা প্রায়ই হামলা চালায় বিভিন্ন শহরে। কিছুদিন আগেও রুশ ও পাকিস্তানি দূতাবাস এবং চীনা ব্যবসায়ীদের একটি হোটেল লক্ষ্য করে হামলা চালায় আইএস। তবে এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান। তিনি বলেন, আজ বিকেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn