শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে ৭ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্চ, ইনোভেশন এন্ড এডুকেশন’। আগামীকাল ১২ জানুয়ারি (হস্পতিবার) এ গবেষণা সম্মেলন শুরু হবে, চলবে শনিবার (১৪ জানুয়ারি) পর্যন্ত। বুধবার (১১ জানুয়ারি) সকালে শাবি প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শাবিপ্রবি’র স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের  উদ্যোগে ৭ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্চ, ইনোভেশন এন্ড এডুকেশন আন্তর্জাতিক গবেষণা সম্মেলন। সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি, চীন, সিঙ্গাপুর,ভারত, নাইজেরিয়াসহ মোট ১০টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইন্ডাস্ট্রি, গবেষণা প্রতিষ্ঠানের ৬৮৭ জন গবেষক সরাসরি অংশগ্রহণ করবেন। তারা ১৯০টি গবেষণাপত্র উপস্থাপন করবেন। এছাড়া কনফারেন্সে মোট ৪টি ‘কি-নোট অধিবেশন’ ৪টি প্ল্যানারি সেশন, ৩টি ইনভাইটেড সেশনসহ মোট ৩৪টি টেকনিক্যাল প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে।

গবেষণা সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, চতুর্থ শিল্প বিপ্লবকে সফল বাস্তবায়ন, জ্বালানি ও খাদ্য সংকট রোধ, বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস অর্জনের লক্ষ্যে টেকসই উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির সর্বশেষ উন্নয়নগুলো সম্পর্কিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে তরুণ শিক্ষার্থী, শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষণা প্রতিষ্ঠান এবং উচ্চশিক্ষায় নিয়োজিত হতে সকলকে উদ্বুদ্ধ করবে৷ যা জাতীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করনে।

এদিকে আগামী বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী পর্ব শুরু হবে। এতে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।অন্যদিকে সমাপনী পর্বে সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে (১৪ জানুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইফতি খায়রুল আমিন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn