রবিবার থেকে আমরন অনশনে যাচ্ছেন নন এমপিও শিক্ষকরা। আগামী রবিবারের মধ্যে দাবি আদায়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না আসলে তারা বই উৎসবেও অংশ নিবেন না বলে জানিয়েছেন।  শুক্রবার তারা জাতীয় প্রেসক্লাবের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে। গত মঙ্গলবার থেকে এমপিওভুক্তির দাবি আদায়ে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে এই কর্মসূচি পালন করে আসছেন তারা।  ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জানিয়েছেন, চারদিন ধরে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। তবে আমরা আরো একটা দিন দেখবো। এরপর রবিবার থেকে আমরন অনশন কর্মসূচিতে যাবো। আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।  ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় বলেন, ‘আমরা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ও শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাস্তবায়নের জন্য এতোদিন নীতিমালা তৈরির অনুরোধ করেছি। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ১০ বছরেও তা করেনি। আমরা যেহেতু ঢাকায়ই এসে পড়েছি তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ফিরে যাবো না। আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচিতে যাবো। আগামী ১ জানুয়ারির বই বিতরণ উৎসবেও আমরা অংশ নিবো না।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn