ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনে সোমবার সরকারি বাহিনী সঙ্গে বিচ্ছিন্নতাবাদী বাহিনীর মধ্যে টানা দ্বিতীয় দিনের সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছে। সামরিক বাহিনী সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীতে দ্বিতীয় দিনের লড়াইয়ে দুই বাহিনী ট্যাংক ও ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এতে বিচ্ছিন্নতাবাদীরে পাঁচজন ও চারজন সেনা নিহত হয়েছে। এর আগে, এডেনে রবিবার সরকারি বাহিনী ও সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)’র যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াইয়ে ১৫ জন নিহত হয়েছে। সরকার এডেন প্রদেশে এসটিসি আয়োজিত একটি শান্তিপূর্ণ সমাবেশ নিষিদ্ধ করার পর উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এএফপি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn