পবিত্র রমজানের প্রথম রোজায় এতিম ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে নিয়ে ইফতার করেছেন সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ইনান ইসমাম চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় শহরের বিলপাড়স্থ বায়তুস সালাম মাদরাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক খাদ্যমন্ত্রী মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরী ও সাবেক সংসদ সদস্য বেগম মমতাজ ইকবালের পুত্র ইনান ইসমাম চৌধুরী ইফতার মাহফিলে পৌঁছে এতিম ও প্রতিবন্ধী শিশুদের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ সালাহ উদ্দিন, শিক্ষক মাওলানা আব্দুল্লাহ মাহবুব, মাওলানা শাহীন আহমদ, হাফেজ মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা হোসাইন আহমদ, জাতীয় পার্টি নেতা সুলেমান, আমির আলী, সাব্বির, নাসির মিয়া, নকুল মিয়া, জনি মিয়া প্রমুখ। ইফতারপূর্ব আলোচনায় ইনান ইসমাম চৌধুরী বলেন, আমার বাবা মরহুম ইকবাল হোসেন চৌধুরী ও মা প্রয়াত বেগম মমতাজ ইকবাল আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি তাঁদের পথ অনুসরণ করে জনকল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে চাই। উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে আমি দীর্ঘদিন পড়াশোনায় ব্যস্ত ছিলাম। আমি আমার বাবা-মা’র অসমাপ্ত উন্নয়নমূলক কাজ স¤পন্ন করতে আপনাদের দোয়া ও ভালবাসা চাই। আমার বাবা-মা যেভাবে সুনামগঞ্জবাসীর সুখে-দুখে সব সময় পাশে ছিলেন আমি ঠিক সেভাবেই আপনাদের পাশে থাকতে চাই। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুর রহমান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn