ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। দলের জ্যেষ্ঠ নেতা ও কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের প্রধান মুলাপালি রামচন্দ্রন নয়া দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, আমি এতদ্বারা শ্রী রাহুল গান্ধীকে ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করছি। রামচন্দ্রন আরো বলেন, মোট ৮৯টি মনোনয়ন প্রস্তাব থাকলেও একমাত্র নির্বাচনী প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন রাহুল গান্ধী।  এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। তিনি আগামী ১৬ই ডিসেম্বর সভাপতির পদে দায়িত্ব গ্রহণ করবেন। খবরে বলা হয়, আগামী ১৬ই ডিসেম্বর দলের বর্তমান সভাপতি ও তার মা সোনিয়া গান্ধীর কাছ থেকে দলের দায়িত্ব গ্রহণ করবেন রাহুল গান্ধী। উল্লেখ্য, সোনিয়া গান্ধী বিগত ১৯ বছর ধরে কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, রাহুল গান্ধী গত পাঁচ বছর ধরে দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১৩ সাল থেকে দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। জ্যেষ্ঠ কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ বলেন, পুরো দেশবাসী রাহুল গান্ধীর কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। তিনি নির্বাচিত হওয়ার অনেক আগ থেকেই তার তেজস্বিতার প্রমাণ দেখিয়েছেন। তিনি তার দায়িত্ব সম্বন্ধে সজাগ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn