প্রত্যাশিতভাবেই সোমবার কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। তা পাস হয়েও  গেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। দলের পরবর্তী সভাপতি ঠিক করতেই সোনিয়া গান্ধী সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন। গত ১৭ বছর ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনিয়াই দলের সভাপতি হিসেবে কাজ চালাচ্ছেন। কিন্তু, গুজরাট  ভোটের আগে রাহুলের রাজনৈতিক ওজন আরো বাড়ানোর লক্ষ্যেই তাকে সভাপতির পদে দ্রুত আনা হচ্ছে বলে কংগ্রেস সূত্রের খবর।এ দিন দলের ওয়ার্কিং কমিটি বৈঠকের পর কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজওয়ালা বলেন, দলের পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেছে ওয়ার্কিং কমিটি। তা পাসও হয়েছে। যদি আর কেউ প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল না করেন, তবে তিনিই দলের পরবর্তী সভাপতি হচ্ছেন। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি পদের নির্বাচনের জন্য আগামী ১লা ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৪ঠা ডিসেম্বর। ওইদিন বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। পরের দিন অর্থাৎ ৫ তারিখ সেই মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১১ই ডিসেম্বর। আগামী ১৬ই ডিসেম্বর নির্বাচন হবে। আর   ভোট গণনা এবং ফলপ্রকাশ  হবে ১৯শে ডিসেম্বর।  যদিও কংগ্রেস সূত্রে বলা হয়েছে, রাহুল ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো প্রার্থীর কথা তাদের জানা নেই। সম্ভাবনাও নেই বলে তাদের আশা। সে ক্ষেত্রে ৪ তারিখেই কংগ্রেস সভাপতি হিসাবে রাহুলের নাম ঘোষণা করা গেলেও যেতে পারে। ২০১৩ সালে দলের দু’নম্বর পদের দায়িত্ব পেয়েছিলেন রাহুল। এ বার পদোন্নতির অপেক্ষায় ছিলেন তিনি। ঘটনাচক্রে দলের দায়িত্ব রাহুল মায়ের হাত থেকে বুঝে নেবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn