বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য কলকাতায় একটি জাদুঘর গড়ার জন্য আগ্রহী বাংলাদেশ। এই আগ্রহের কথা জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। গতকাল সোমবার কলকাতায় আয়োজিত একটি সেমিনারে এ কথা জানান হাইকমিশনার। ১৯৭১ সালে কলকাতার যে বাড়িতে বাংলাদেশের অস্থায়ী সরকারের কার্যালয় ছিল, সেই ৮ থিয়েটার রোডের বাড়িটি ‘মুজিবনগর সংগ্রহশালা’ হিসেবে গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ। সেমিনারে সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি কলকাতা সফরের সময় কলকাতায় মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে একটি সংগ্রহশালা গড়ার আগ্রহের কথা বলেছিলেন। আর সেটি গড়ার কথা কলকাতার ৮ থিয়েটার রোডের বাড়িটিতে। মুক্তিযুদ্ধ এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মারক হিসেবে গড়া হবে এই সংগ্রহশালা।’ ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম যাত্রা। পরবর্তী সময়ে বৈদ্যনাথতলা হয়ে যায় মুজিবনগর। আর তৎকালীন সরকারের অস্থায়ী কার্যালয় ছিল কলকাতার ঐতিহাসিক থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটি। এখন এই সড়কের নামকরণ হয়েছে শেক্‌সপিয়ার সরণি। এই বাড়িতে বসেই পরিচালিত হয়েছিল বাংলাদেশের অস্থায়ী সরকারের কার্যক্রম। এবার এই থিয়েটার রোডের বাড়ি মুক্তিযুদ্ধের জাদুঘর হিসেবে তৈরির জন্য বাংলাদেশ সরকার, ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অবশ্য ১৯৭২ সালে এই বাড়ি ভারতের কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছিল শ্রী অরবিন্দ আশ্রমকে। এরপর ১৯৭৩ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে এই ভবনের যাত্রা শুরু হয় শ্রী অরবিন্দ ভবন হিসেবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn