সংবাদদাতা:: সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতের হাতে একজন এবং এ ঘটনার জের ধরে সৃষ্ট সংঘর্ষে পুলিশের গুলিতে আরো একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতরা হচ্ছে-পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তফানগর গ্রামের জিলু মিয়া(৫৫) এবং দক্ষিণ রাজনগর গ্রামের মফিজ মিয়া(৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাতে ডাকাত দলের হামলায় স্থানীয় মোস্তফানগর গ্রামের জিলু মিয়া(৫৫) মারা যান। এ ঘটনার পর গ্রামবাসী সোনাই মিয়া নামের এক ডাকাতকে আটক করেন। খবর পেয়ে সকাল ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানার এস আই আব্দুর রকিবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সোনাই মিয়ার পক্ষে-বিপক্ষে গ্রামের দুদল লোক অবস্থান নেয়। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে গ্রামবাসী পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে এস আই রকিবসহ অর্ধ শতাধিক লোক আহত হন। আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত জিলু মিয়ার মেয়েও গুলিবিদ্ধ হয়েছেন।
সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে মফিজ মিয়া মারা যান বলে তার স্বজন স্থানীয় ইউপি সদস্য মাসুক মিয়া জানিয়েছেন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ইউএনও আবুল লেইছ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডাকাতের হাতে জিলু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও অপর ব্যক্তির মৃত্যুর বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn