ছাতকে সবগুলো রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই

ছাতকের সবগুলো রাস্তার বেহাল দশা লক্ষ্য করা যাচ্ছেএসব যেন দেখার কেউ নেইদীর্ঘদিন থেকে রাস্তাগুলোর সংস্কার ও মেরামত না করায় এসব রাস্তা এখন চলাচলের অনুপযোগি হয়ে উঠেছেএসব রাস্তায় যানবাহন চলাচল করাও এখন চরম হুমকির সম্মূখিনপ্রতিটি রাস্তার কার্পেটিং উঠে খানা-খন্দকে পরিনত হয়েছেসামান্য বৃষ্টিতে এসব খানা-খন্দকেপূর্ন সড়কে পানি জমে সড়কটি যেন হয়ে উঠে একাধিক মিনি পুকুরএসব ভয়াবহ ভাঙ্গন কবলিত সড়কগুলোতে যানবাহনে লক্কর-ঝক্কর অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে লোকজন প্রতিদিনই ছুটছেন তাদের গন্তব্যেএভাবে রাস্তার খানা-খন্দকের উপর দিয়ে দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, হাট-বাজারে আগত ক্রেতা-বিত্রেতাসহ সর্বস্তরের লোকজন অবর্ণনীয় দুঃখ-দুর্দশা নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছেনজানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গ্রামীণ পাকা সড়ক রয়েছে ৩শ১৬কিঃমিঃ ও কাঁচা রাস্তা ৩শ১৪কিঃমিঃএরমধ্যে উপজেলা এলজিইডি থেকে ৮০কিঃমিটার পাকা সড়কের ভাঙ্গন দাবি করলেও প্রকৃত পক্ষে আড়াইশকিঃমিটার সড়ক মারাত্মক ভাঙ্গন কবলিত রয়েছেপ্রায় একযূগ থেকে এসব ভাঙ্গন কবলিত রাস্তা সংস্কারে উর্ধতন মহলে কোন প্রস্তাব করেনি সাবেক উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র তালুকদারতার বিরুদ্ধে ছিল সংস্কারের নামে লুঠপাটের ব্যাপক অভিযোগসে সময়ে সংস্কারকৃত রাস্তা মেরামতে দেয়া হয় বিটুমিনের বদলে পুরাতন মবিলভাঙ্গা রাস্তাগুলো হচ্ছে, হাসনাবাদ-নয়ালম্বাহাটি, তাজপুর-নূরুল্লাপুর, পালপুর-জাতুয়া, গোবিন্দগঞ্জ-দশঘর, গোবিন্দগঞ্জ-বসন্তপুর, জালালপুর-লামারসুলগঞ্জ, বুড়াইগাঁও-আলমপুর, মৈশাপুর-কাঞ্চনপুর, নোয়ারাই-চাইরগাঁও, নোয়ারাই-দোয়ারাবাজার, ছাতক-জাউয়া, ছাতক-আমবাড়ি-সুনামগঞ্জ, নোয়ারাই-বাংলাবাজার, কৈতক-কামারগাঁও, কালিপুর-সিরাজগঞ্জ, জাউয়া-জিয়াপুর-কচুরগাঁও, বুড়াইগাঁও-বাউভূগলী, পীরপুর-সিকন্দরপুর, জাতুয়া-মনিরজ্ঞাতি-মানিকগঞ্জ, পালপুর-সিরাজগঞ্জসহ অন্যান্য সড়কপ্রত্যহ এসব রাস্তায় ঘটছে দূর্ঘটনার শিকার হচ্ছেফলে ৩লক্ষাধিক লোকজন যাতায়াতের ক্ষেত্রে এখন চরম দূর্ভোগ পোহাচ্ছেনএব্যাপারে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল জানান, ভাঙ্গা রাস্তাগুলো পর্যায়ক্রমে মেরামত ও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছেছাতক উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল মনসুর জানান, উপজেলার ৩শ১৬কিঃমিঃ রাস্তার মধ্যে ৮০কিঃমিঃ ভাঙ্গা রাস্তা সংস্কারের জন্যে গত ১৯জুলাই (একসপ্তাহ আগে) উর্ধতন কর্তৃপক্ষের কাছে ৫কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছেএবছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে প্রকল্পে বরাদ্ধ আসতে পারে বলে তিনি ধারনা করছেনতবে ভাঙ্গন কবলিত আড়ইশকিঃমিঃ রাস্তার মেরামতে প্রায় ১৫কোটি টাকার প্রয়োজন বলে অভিজ্ঞমহলের ধারণা##

 বন্যার্তদের ত্রান বিতর

ছাতকের বিভিন্ন এলাকায় বন্যা দূর্গতদের মধ্যে ত্রান বিতরণ করছেন ছাতক-দোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যানও ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান এড. সুফি আলম সোহেলমঙ্গলবার ১৬আগষ্ট উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা নিয়ে বন্যা দূর্গত মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের মধ্যে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করেনএসময় উপস্থিত ছিলেন, ছাতক লাইম স্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের ফাইন্যান্স সেক্রেটারি আলী আমজদ, যুবনেতা আব্দুল মোহাইমিন, জাগ্রত ছাতকবাসীর যুগ্ম সচিব নাজমুল হাসান জুয়েল, ছাতক ইয়ুথ ওয়েভ সোসাইটির প্রেসিডেন্ট সুজাউল কবির শামীমএসময় তিনি বলেন, টানা ৩বারের মতো বন্যায় ছাতক-দোয়ারাবাজার অঞ্চলসহ গোটা সুনামগঞ্জের মানুষ চরম ক্ষতির সম্মূখিন হয়ে অসহায় জীবন যাপন করছেনএদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্যে তিনি সকলের প্রতি আহবান জানান

বঙ্গবন্ধুর ঘাতক ও তাদের দুসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত

ছাতক-দোয়ারাথেকে নির্বাচিত সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারী প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আজ বাঙ্গালী জাতির ইতিহাসে এক কলঙ্কময় দিনপ্রতিটি বাঙ্গালী এ দিনটি শোকাবহ পরিবেশে শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ  করছেএ শোককে শক্তিতে পরিনত করে নতুন উদ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী বাংলাদেশ গঠনে আত্ম নিয়োগ করতে হবেতিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাঙালির স্বপ্ন ভঙ্গ করার ষড়যন্ত্র করেছিল কুচক্রি মহলকিন্তু অনেক চড়াই-উরাই পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেননিশেখ হাসিনা এখন দেশবাসীকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছেনএক্ষেত্রে তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সজাগ থাকার আহবান জানানএখনও পচাত্তরের ঘাতক ও তাদের দুসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেমঙ্গলবার ১৬আগষ্ট বিকেলে উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলে উপজেলা পরিষদ মিলনায়তনে ছাতক উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনউপজেলা আওয়ামীলীগের আহবায়ক ছানাউর রহমান ছানার সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষে অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. রাজ উদ্দিন, ছাতক উপজেলা আলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, প্রতিষ্ঠাকালীন ছাতক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, আব্দুল হেকিম, সায়েস্তা মিয়া, মুরাদ হোসেন, বিল্লাল আহমদসাবেক চেয়ারম্যন আফজাল আবেদীন আবুল, সুনামগঞ্জ পল্লীবিদ্যু সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন, লীগ নেতা চান মিয়া, সামছুজ্জামান রাজা, আফজাল হোসেন, আফতাব উদ্দিন, মখলিছুর রহমান, ফিরোজ আলী, আব্দুল মন্নান, দবির আহমদ, ফয়জুল বারী, ফারুক আহমদ, মাফিজ আলী, ফজর উদ্দিন, শামছুর রহমান, হাজী আব্দুল কবির, মতিউর রহমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি বাবুল রায়, ছাতক উপজেলা সভাপতি ওবায়দুর রউফ বাবলু, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, শ্রমিকলীগ নেতা খসরুল হক চৌধুরী, ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ সুমন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি তজম্মুল হক রিপন প্রমুখএর আগে উপজেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন পরিষদের পে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, প্রশাসনের পে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উলাহ খান, সহকারী কমিশনার (ভুমি) সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন শিা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনপরে প্রশাসনের উদ্যোগের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও সমবায় অফিসার বিজিত রঞ্জন করের পরিচালনায় শোক দিবসের আলোচনাও পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সূপার (ছাতক-দোয়ারা জোন) দোলন মিয়া, সহকারী কমিশনার (ভুমি) সাবিনা ইয়াসমিন, উপজেলা আলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, অধ্য মঈন উদ্দিন আহমদ, কৃষি অফিসার কেএম বদরুল হক, স্য অফিসার ড.খালেদ কনক, প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুস সহিদ হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, প্রধান শিক মঈনুল হোসেন চৌধুরী, লীগ নেতা সৈয়দ আহমদ, আইয়ূব করম আলী প্রমুখ

শোক সভায় শামীম চৌধুরী ছাতক-দোয়ারায় দলের ত্যাগী নেতৃত্বের এখন সময় এসেছে

ছাতকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর সাহদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেমঙ্গলবার ১৬আগষ্ট বিকেলে শহরের মন্ডলীভোগস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়এর আগে কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে শহরে একটি শোক র‌্যালী বের করা হয়র‌্যালী শেষে শহরের মন্ডলীভোগস্থ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালকদারের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ চৌধুরী বলেন, বাঙালি জাতির স্বপ্ন নস্যা করতে পাকিস্তানী দোষররা ১৯৭৫সালের এ দিনে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিলকিন্তু জাতির জনকের রক্ত যার দেহে বহমান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই অশুভ শক্তির স্বপ্নকে দুঃস্বপ্নে পরিনত করে দিয়েছেনতিনি বঙ্গবন্ধুর খুনীদের এক-এক করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে প্রমান করেছেন ১৯৭১ ও ১৯৭৫ এর ঘাতকদের এক আতংকের নাম শেখ হাসিনাতিনি দেশবাসীকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ও ডিজিটাল সোনার বাংলা গড়তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেনতিনি বলেন, ৭৫ সালের ১৫আগষ্ট জাতির জনকের হত্যাকান্ডে খবরে ছাতক-দোয়ারায় যারা উঠল্লাস করেছে তারা আজ সু-কৌশলে আ.লীগে প্রবেশ করেছেযারা বিভিন্ন বামপন্থি দলের সভা-সমাবেশে আ.লীগ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটা করতো তারাই আ.লীগে অনুপ্রবেশ করে ছাতক-দোয়ারার আ.লীগের ঘাড়ে চেপে বসেছেসরকারী সম্পদ লুটেপুটে পকেট ভারী করছে এসব আ.লীগ নামধারী অশুভশক্তিকে এখন জনগন ধিক্কার জানায়নতুন প্রজম্মের কাছে তাদের মুখোশ উন্মোচন করার সময় এসেছেএখন থেকে প্রকৃত মুজিব সৈনিকরাই ছাতক-দোয়ারায় আওয়ামীলীগের নেতৃত্ব দেবেজননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে শোকের মাসে মুজিব সৈনিকদের এ শপথ নিতে হবেআগামী নির্বাচনে নৌকার বিজয়কে নিশ্চিত করতে তিনি এখন থেকে নেতা-কর্মিদের মাঠে কাজ করার আহবান জানান।  সভায় বক্তব্য রাখেন, আ.লীগ নেতা রেজা মিয়া তালুকদার, শাহীন আহমদ চৌধুরী, প্যানলে মেয়র তাপস চৌধুরী, নুর উদ্দিন, দেওয়ান আবুল কালাম মাষ্টার, আব্দুস সামাদ, আশিক মিয়া, শাহ ইলিয়াছ, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, অদুদ আলম, আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর ধন মিয়া, আ.লীগ নেতা আব্দুল বারী চপল, রুহুল আমিন তালুকদার, আফিক আলী, আব্দুল হক, নূর উদ্দিন, সাদক আলী, ডাঃ রেদোওয়ানুল হক আরজু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুজিব মালদার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, আ.লীগ নেতা কামাল উদ্দিন, এমাদুল হক, নেছার আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও এপিপি এড. ছায়াদুর রহমান সায়াদ, সাবেক ছাত্র নেতা পংকজ চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি ফজলে রাব্বি জনি, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, দেলোয়ার হোসেন, মঞ্জু মিয়া, মামুন মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী প্রমুখসভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়পরে আগত নেতা-কর্মীদের মধ্যে শিরনী বিতরণ করা হয়

ব্যবসায়িদের সভায়- পাথর লোডিংয়ে গোয়ালগাঁও সীমারেখা অতিক্রমে বাঁধা

ছাতকের গোয়ালগাঁও এলাকায় ৩টি পাহাড়ি নদীর সংযোগস্থল ত্রিমোহনা অতিক্রমে কার্গো, বাল্কহেড ও পাথরবাহি বড় নৌকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দু’উপজেলার ব্যবসায়িদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪আগষ্ট) রাতে শহরের আল-মতিন রেষ্ট হাউজের ২য় তলায় ছাতক ও কোম্পানীগঞ্জ উপজেলার পাথর ব্যবসায়িদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ছাতক পাথর ব্যবসায়ি সমিতির সহ-সভাপতি সালেহ আহমদ। সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক পাথর ব্যবসায়ি সমিতির সাবেক সভাপতি হাজি আবরু মিয়া তালুকদার ও হাজি ইছহাক আলী, সাবেক পৌর চেয়ারম্যান হাজি আব্দুল ওয়াহিদ মজনু, সাবেক ইউপি চেয়ারম্যান এড. সূফি আলম সুহেল, সমিতির সাবেক সহ-সভাপতি হাজি আব্দুল জলিল, ছাতক পাথর ব্যবসায়ি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামছু মিয়া, ছাতক শাহপরান ইঞ্জিন নৌকা মালিক সমবায় সমিতির সভাপতি এবাদুর রহমান। উপস্থিত ছিলেন, ব্যবসায়ি হাজি নূরু মিয়া তালুকদার, হাজি নিজাম উদ্দিন, আবুল হায়াত, হাজি আসিদ আলী, হাজি আরিছ উদ্দিন, অরুন কুমার দাস, ছলেক মিয়া প্রমূখ। এদিকে কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যান আফতাব আলী- কালা মিয়া, কোম্পানীগঞ্জ ক্রাশার মিল মালিক সমবায় সমিতির সভাপতি ডা. আব্দুন নূর, কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ি সমিতির সভাপতি আব্দুল জলিল মেম্বার, সাধারণ সম্পাদক আলমগীর আলম, কোষাধ্যক্ষ হাজি আবুল হোসেন, সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুব আলী, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানী কারক গ্রুপের সভাপতি মুজিবুর রহমান মিন্টুসহ দু’উপজেলার জনপ্রতিনিধি ও ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২০১০সালে সিলেট জেলা প্রশাসকের সাথে সার্কিট হাউজে সুনামগঞ্জ- আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের উপস্থিতিতে ছাতক ও কোম্পানীগঞ্জের পাথর ব্যবসায়িদের মধ্যে অনুষ্ঠিত সভায় কার্গো, বাল্কহেড ও বড় নৌকা লোর্ডিয়ের ক্ষেত্রে ছাতকের ইসলামপুর ইউপির গোয়ালগাঁওয়ের ত্রিমোহনাকে সীমারেখা ধরা হয়। উক্ত সীমা রেখার নীচে (নদীর ভাটায়) পাথর রেখে কার্গো, বাল্কহেড ও বড় নৌকা (৩হাজার ঘনফুট পর্যন্ত) লোডিং করার সিদ্ধান্ত হয়। জলযানগুলো ত্রিমোহনার এ সীমারেখা অতিক্রম করে নদীর উজানে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়। কিন্তু চলতি বছরে কোম্পানীগঞ্জ উপজেলা কতিপয় ব্যবসায়ি এসীমারেখা অতিক্রম করে বাল্কহেড উপর থেকে লোড করায় ছাতকের পাথর ব্যবসায় রেইটে (মূল্য) পার্থক্য দেখা দেয়। এতে হাজার হাজার নৌকা মালিক লাখ লাখ পাথর শ্রমিক বেকার হয়ে পড়ে। সভায় এব্যাপারে দু’উপজেলার সবধরনের পাথর ব্যবসায়িও শ্রমিকদের বিষয় বিবেচনা করে চার হাজার ঘনফুটের অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন নৌকাগুলো উক্ত সীমারেখা অতিক্রম না করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানা গেছে।

অত্যাধুনিক গুনগতমানের কিবিরিয়া কমপ্লেক্স উদ্বোধন

ছাতক পৌরসভার মুক্তিরগাঁও আবাসিক এলাকায় অত্যাধুনিক গুনগতমানের কিবরিয়া কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। দোয়া, মিলাদও শিন্নি বিতরনের মাধ্যমে এটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। শহরের কোলাহলমুক্ত এলাকায় অত্যন্ত মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত কিবরিয়া কমপ্লেøেক্স বিয়ে অনুষ্ঠান ছাড়াও এর সুপরিসর আঙ্গিনায় রয়েছে সভা-সমাবেশ, পার্টি ও সেমিনারের সুব্যবস্থা। সোমবার (১৪আগষ্ট) বিকেলে উদ্বোধন পূর্ব দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কমপ্লেক্সের স্বত্বাধিকারি যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুজিব কিবরিয়া তালুকদার, শাহানা বেগম তালুকদার, সাহিদুর রহমান তালুকদার, মাহিদুর রহমান তালুকদার, আবিদুর রহমান তালুকদার, আব্দুল্লাহ কিবরিয়া তালুকদার, রাখালগঞ্জ দাখিল মাদরাসা সূপার মাওলানা হাবিবুর রহমান তালুকদার, ছাতক বাসষ্ঠ্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারি গিয়াস উদ্দিন, সমাজসেবী দুধু মিয়া তালুকদার, মুহিবুর রহমান তালুকদার টুনু, সিলেটের ব্যবসায়ি শেখ মাসুম আহমদ, শেখ সেলিম আহমদ, ছাতকের ব্যবসায়ি হাজি আব্দুল গফ্ফার, শরীফ হোসেন-সূরুজ, সাবেক মেম্বার খায়রুল ইসলাম, সমরাজ মিয়া, নাজমুল ইসলাম, আজহার আলম প্রমূখ।

ছাতকে আবারো বন্যায় তলিয়ে গেল কৃষকের স্বপ্ন

ছাতকে বন্যা পরিস্থিতি অবপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উপজেলার প্রায় দু’লক্ষাধিক মানুষ পানিবন্দি থাকলেও এদের সহায়তায় কেউ এগিয়ে আসেনি। বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছেন উপজেলার প্রায় ৮৪হাজার কৃষ পরিবার। বোর ফনসলের পর এবারে আমন ফসল ও পানিতে যাওয়ায় তারা চোখে সর্ষেফুল দেখছেন বলে জানা গেছে। আমন জমি ও বীজতলা পানিতে নিমজ্জিত হওয়ার পাশাপাশি গবাদিপশু, পোল্ট্রি ও মৎস্য খামারগুলো পানিতে তলিয়ে গেছে। কয়ক শ’ খামারের মাছ পানিতে ভেসে গেছে। গবাদিপশুর দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। অনেক গবাদিপশু খামারে বন্যার পানি এসে হাজির হয়েছে। তলিয়ে গেছে কাউশেডও গো-খাদ্য ভাড়াল। এপরিস্থিতিতে কৃষকের বুকের যেন কান্না থামছেনা। কৃষি অফিস রোপা আমন সাড়ে ৫শ’ হেক্টরের মধ্যে ২শ’ ১০হেক্টর বীজতলার হিসেব দিলেও তা- নিতান্তই কল্পনা প্রসূত বলে দাবি করছেন কৃষকরা। তারা বলছেন, উপজেলার১৩ইউনিয়ন ও একটি পৌরসভার কোথাও বীজতলা বন্যার পানি থেকে নিরাপদ নেই। সবগুলোই এখন পানির নীচে চলে গেছে। এখানে ১০সহস্রাধিক হেক্টর রোপা আমন ভূমির বুনা ফসল ও চারা একেবাইে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। ##

ছাতকে পিয়াস খুনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নুরুজ্জামিন

ছাতকে ভাড়ায় নিয়ে সিএনজি চালককে পরিকল্পিত হত্যাকান্ডের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ওসমানীনগর থানার গোয়ালাবাজার ইউনিয়নের বুরুঙ্গা গ্রামে ১৩আগষ্ট গ্রেফতারকৃত নুরুজ্জামিন (২০)। মঙ্গলবার (১৫আগষ্ট) সুনামগঞ্জ আদালতে দেয়া ৬৪ধারার জবানবন্দিতে নিজেকে ঘটনার ২য় নায়ক উল্লেখ করে খুনের ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে সে জানায়, জনৈক গডফাদারও ঘটনার প্রধান নায়কের নেতৃত্বে কয়েকজন মিলে পূর্বপরিকল্পিতভাবে ৭আগষ্ট রাতে সিলেটে যাবার কথা বলে প্রনয় চৌধুরী পিয়াস এর সিএনজি ভাড়া করে। ১৩আগষ্ট নুরুজ্জামিন গ্রেফতারের পর থানায় পুলিশী জিজ্ঞাসাবাদে পিয়াস হত্যাকান্ডের চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য দেয়। নুরুজ্জামিন দক্ষিণ খুরমা ইউপির মায়েরকূল গ্রামের চেরাগ আলীর পুত্র। ১০আগষ্ট সিংচাপইড় ইউপির হাওর থেকে লাশ উদদ্ধারের পর ১৩আগষ্ট পিয়াসের পিতা খুরমা গ্রামের প্রনয় চৌধুরী কুটু বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা (নং ১৪, তাং ১৩.০৮.২০১৭ইং) দায়ের করেন। ৭আগষ্ট নিখোঁজের পর ৮আগষ্ট দোলারবাজার ইউপির খাইরগাঁও ব্্িরজ থেকে পিয়াসের পরিত্যাক্ত সিএনজি উদ্ধারের পর ও একই তারিখে সিংচাপইড় ইউপির সিরাজগঞ্জবাজারের নানকার রবিদাসের পুত্র স্বপন রবিদাসকে গ্রেফতার করে পুলিশ। এব্যাপারে মামলার তদন্ত অফিসারও ছাতক থানার চৌকস সাব-ইন্সপেক্টর এসআই সুহেলরানা জানান, ওসমানীনগরের বুরুঙ্গা থেকে নুরুজ্জামিনসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। নুরুজ্জামিন ছিল ঘটনার সেকেন্ড ইন্ কমান্ড। তবে সে পরিকল্পিত হত্যাকান্ডের ব্যাপারে আদলতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার কাছ থেকে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সাথে কারা জড়িত ছিল তদন্তের স্বার্থে এব্যাপারে আর কিছু বলা যাচ্ছেনা বলে এলাকাবাসিকে খুনের তথ্য উদঘাটনে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।

 

 

 

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn