চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর’র উদ্বোধন

ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে দুদক সিলেটের উদ্যোগে বিদ্যালয়ে সততা ষ্টোরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্ল¬াহ খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য নুরুন্নাহার চৌধুরী চিনু, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুস সহিদ হোসেন, দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মন্ডল, উপ-সহকারী পরিচালক তাজুল ইসলাম ভুইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান খান প্রমূখ। এসময় বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা প্রদানের ঘোষনা দেন জেলা পরিষদের মহিলা সদস্যা নরুন্নাহার চৌধুরী চিনু।

বন্যা দূর্গতদের মধ্যে মসজিদ কাউন্সিলের ত্রাণ বিতরণ

ছাতক উপজেলার সৈদাবাদ ও বৈশাকান্দি গ্রামের বন্যা দূর্গতদের মধ্যে মসজিদ কাউন্সিল মানিকগঞ্জের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে স্থানীয় সৈদাবাদ প্রাইমারী স্কুলে এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান। ছাতক-দোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান এড. সুফি আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এড. রেজাউল করিম তালুকদার, ছাতক ইসলামিক সোসাইটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ছাতক লাইম ষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ¬ায়ার্স গ্রুপের সাবেক দপ্তর সম্পাদক ইলিয়াছ আলী, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে বন্যা দূর্গত ২শ’৫০টি পরিবারের মধ্যে প্রতি পরিবারে ১৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি লবণ, ৫০০গ্রাম লাচ্ছা, ১লিটার সোয়াবিন তেল প্রদান করা হয়।

 ভ্রাম্যমান আদালতের পাথর বোঝাই নৌকা আটক

ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ পাথর বোঝাই একটি নৌকা আটক করা হয়েছে। এসময় নৌকার মাঝি ও টিলা খেকোচক্র পালিয়ে যায়। বুধবার (২৩আগষ্ট) উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদাটিলায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন, বিট অফিসার সালাহ উদ্দিন, এসআই খসরু মিয়াসহ পুলিশ প্রশাসনও অন্যান্য কর্মকর্তা-কর্মচারি। বিট অফিসার সালাহ উদ্দিন জানান, হাদাটিলার আকবর আলী, দিলাল মিয়াও দিলোয়ার হোসেনসহ অন্যান্যদের নেতৃত্বে হাদাটিলা কেটে অবৈধভাবে লাল পাথর উত্তোলন করে যাচ্ছে। এদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছাতকে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মিজানুর রহমান (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে এ ঘটনা ঘটে। মিজানুর গ্রামের মৃত তাহির আলীর নাতি ও দোলারবাজার ইউপির পালপুর গ্রামের নানু মিয়ার পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ির আঙিনায় অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল মিজানুর। খেলাধুলা করতে গিয়ে একসময় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খুঁজা-খুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn