ছাতক:: ছাতকে আসামী ছিনতাইকালে ৩ পুলিশসহ ৪জন আহত হয়েছে। এঘটনায় ১৪ জনকে আসামী করে ছাতক থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কালারুকা ইউপির করছখালী গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করছখালী গ্রামের মৃত সূরুজ আলীর পুত্র একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী আরকান আলীকে তার বসত বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর আসার পর ধৃত আরকানের আত্মীয়-স্বজন মিলে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ আসামী ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাদের হামলায় ছাতক থানা পুলিশের এএসআই জহির, কনষ্টেবল মাহবুব, নির্মল সিংহ ও স্থানীয় আব্দুল হক নামের একব্যক্তি আহত হয়। এদেরকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে দ্রুত ঘটনাস্থলে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে আসামির কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র আজির উদ্দিন (৩২) নামের একজনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এব্যাপারে সাব-ইন্সপেক্টর সফিকুল ইসলাম বাদি হয়ে আরকান ও আজিরসহ ১৪জানের বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং ২৯, একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে।  ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।    

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn