হেলাল আহমদ-

ছাতকে ১২লাখ টাকার হিরোইনসহ একমাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।জানা যায়, গত বুধবার (২০ সেপ্টেম্বর) শহরের তাহিরপ্লাজার সামনে হিরোইন বিক্রিকালে ১২লাখ টাকা মূল্যের ১শ’ ২০গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ি কক্সবাজার জেলার সদর থানার কলাতলী গ্রামের হাবিবুল্লাহর পুত্র আব্দুল্ল¬াহ (২২) কে আটক করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল্ল¬াহর দেহ তল¬াশী করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৩টি বায়ুরোধক সাদা পলিথিনের ব্যাগে রক্ষিত ছাই রংয়ের পাউডার জাতীয় হেরোইন উদ্ধার করা হয়। যাহার মোট ওজন ১২০গ্রাম। প্রতি গ্রামের বাজার মূল্য অনুমানিক ১০হাজার টাকা করে ১২০গ্রামের মোট বাজার মূল্য ১২লাখ টাকা। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য (হেরোইন) ক্রয় করে নিজ হেফাজতে মজুত করে আসছে। তা পরবর্তীতে তার গড়ে তোলা নেটওয়ার্কের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্রয়কৃত মাদকদ্রব্য ছাতকসহ সুনামগঞ্জ জেলা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের নিকট অর্থের বিনিময়ে পৌঁছে দেয়। রাতেই তাকে ছাতক থানায় হস্তান্তর করা হলে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn