চালক পিয়াস খুনিদের ফাসিঁর দাবিতে মানববন্ধন

ছাতকে সিএনজি অটোরিক্সা চালক পিয়াসের হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা অটো টেম্পু-আটো রিকশা শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জ প্রধান কার্যালয় শাখার নেতৃবৃন্দরোববার (২০আগষ্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সংগঠনের সহ-সভাপতি ইদরিস আলীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাছির মিয়ার পরিচালনায় অনুষ্টিত বানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইজ্জাদুর রহমান ইজ্জাদবিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মটুক মিয়া, শাহাব উদ্দিন, করম আলী, ধারণ বাজার শাখার সভাপতি ছায়েদ মিয়া, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, ফরিদ মিয়া, জায়েদ মিয়া, সাহেব আলী, সেলিম আহমদ, কবির আহমদ, সুন্দর আলী, বিরহাম উদ্দিন, সোহেল আহমদ, খসরু আহমদ, সুমন আহমদ, শাহাব উদ্দিন, করম আলী, আনছার আলী, ইকবাল ও অমিত প্রমূখমানববন্ধনে বক্তারা পিয়াস হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানজানা গেছে, অটোরিক্সা চালক পিয়াস তিনদিন নিখোঁজ হওয়ার পর গত ৯আগস্ট বিকেলে পুলিশ সিংচাপইড় ইউপির বড়আইল হাওর থেকে ভাসমান অবস্থায় পিয়াসের লাশ উদ্ধার করেপুলিশের সুরতহাল রিপোর্টে জানা যায়, লাশের শরীরে একাধিক আঘাতের দাগ ছিলপিয়াস দণি খুরমা ইউপির খুরমা গ্রামের প্রণব চৌধুরী কুটুর ছেলে১২আগস্ট তার পিতা বাদী হয়ে ৭জনের নামে ছাতক থানায় একটি হত্যা-মামলা দায়ের করেনওই দিনই মামলার এজাহারভুক্ত আসামি স্বপন রবি দাসসহ দুজনকে গ্রেফতার করেন তদন্ত কর্মকর্তা এসআই সোহেল রানা

 নৗকা ডুবিতে মৃত দুস্কুল ছাত্রীর দাফন সম্পন্ন

ছাতকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে মৃত্যুবরণকারি দুবোনের দাফন সম্পন্ন হয়েছেএকইভাবে মৃত্যু ঝুকিতে রয়েছে প্রায় দুশতাধিক সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধলক্ষাধিক শিশু শিক্ষার্থীরোববার ময়নাতদন্ত শেষে এদেরকে ছৈলা-আফজালাবাদ ইউপির কহল্লা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়দুবোনের মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছেজানা যায়, শনিবার (১৯আগষ্ট) বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বন্যার পানিতে নৌকা যোগে কহল্লা গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে নৌকা ডুবিতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে দিলাল মিয়ার মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী লিজা (১১), ও ২য় শ্রেণীর ছাত্রী নিলুফা (৮)এসময় প্রতিদিনের ন্যায় দেড় কি.মিটার হাওর পাড়ি দিয়ে ছোট কাঠ বডির নৌকায় বাড়ি ফিারছিলএকই নৌকার যাত্রি ছিল তাদের প্রতিবেশি ৫ম শ্রেনীর ছাত্রী আলেয়া (১১) ও রুকশানা (১১)ঘটনার সময় তারা প্রানে বেঁচে গেলেও বন্যার পানিতে তলিয়ে যায় লিজা ও নিলুফা২য় শ্রেণীতে পড়য়া নিলুফার দুপুরে ছুটির পর বড়বোন লিজার সাথে নৌকায় বাড়ি ফিরতে স্কুলের বারান্দায় বসে থাকেবিকেলে ৫ম শ্রেণীর ছুটির পর বাড়ি ফেরার পথে এঘটনা ঘটেপরে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিসক তাদেরে মৃত ঘোষণা করেনজানা গেছে, দিলাল মিয়ার ৪মেয়ে ও এক ছেলের মধ্যে দুজন মৃত্যুবরণ করেছেমা নীপা বেগম লিজা ও নিলুফার মৃত্যু শোকে এখন কাতরঘটনার পর উপজেলা জুড়ে পশোকের ছায়া নেমে পড়েছেঅনেকে দাবি করছেন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের গাফিলতির কারনে এঘটনা ঘটেছেখবর পেয়ে, উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেনগত ৯আগষ্ট থেকে উপজেলা পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দেয়এরপরও প্রায় দুশতাধিক সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়নিফলে মৃত্যু ঝুকিতে রয়েছে উপজেলার প্রায় অর্ধলক্ষাধিক শিশু শিক্ষার্থীবাংলাবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (চদা) রাহিমা বেগম জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে এমর্মান্তিক ঘটনা ঘটেছেব্যাপারে ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ জানান, রাত সাড়ে ১০টায় নিহত দুবোনের লাশ দাফন করা হয়েছেইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারে সহায়তা দানেরআশ্বাস দেন তিনিএব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক উল্লেখ করে বলেন, এখনো এককি.মিটার পাঁেয় হেটে ও আরো দেড় কি.মিটার.নৌকা যোগে কহল্লা গ্রামের শিক্ষার্থীরা বাংলাবাজার স্কুলে গিয়ে পড়েনএখন কহল্লা গ্রামে একটি নতুন স্কুল হচ্ছে বলে জানিয়ে বলেন, গ্রামটি মনে হয় উপজেলার মধ্যে তুলনামূলক সবচেয়ে বশি অবহেলিতই রয়ে গেছে

উত্তপ্ত উপজেলা- দুইউপি চেয়ারম্যানের পাল্টাপাল্টি কর্মসূচি

ছাতকে উপজেলা পরিষদ চত্তরে দুচেয়ারম্যানের হাতাহাতির ঘটনায় পক্ষে-বিপক্ষে চলছে বিক্ষোভ মিছিল, মানববন্ধনও প্রতিবাদ সমাবেশএনিয়ে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের উপর হামলার প্রতিবাদে বানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছেউত্তর খুরমা ইউনিয়নবাসির উদ্যোগে শনিবার ১৯আগষ্ট বিকেলে উপজেলার ধারন নতুনবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমীনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আরজক আলী, ফজল উদ্দিন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, এড. শামছুর রহমান, আবুল হোসেন শাহিন, আল-মামুন, এড. জমির উদ্দিন, এড. মনির উদ্দিন, মাসুক মিয়া মেম্বার প্রমূখতারা সাহেলকে গ্রেফতারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেনএদিকে ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিংচাপইড় ইউনিয়নবাসির উদ্যোগে কালীপুর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভাবেশ করেছে ইউনিয়নবাসিশনিবার মানববন্ধন শেষে হাজি আরজক আলীর সভাপতিত্বে ও রানা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, লুফুর রহমান, মাওলানা জামাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল জলিল, মুহিম উদ্দিন, তোরন মিয়া, সাব্বির আহমদ, আঙ্গুর মিয়া, সদস্যা শাহানারা বেগম, আয়াতুন নেছা, শফিকা বেগম প্রমূখতারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। 

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn