পালাগানের মাধ্যমে বাল্যবিয়ে রোধে সচেতনতা

জামালগঞ্জে বাল্যবিয়ে রোধে সচেতনতা লক্ষে উপজেলার উত্তর ইউনিয়নে পালাগানের আসর অনুষ্টিত হয়েছে।গতকাল সকালে সদরকান্দি ও দুপরে ধানুয়াখালী গ্রামে নতুনদিন প্রকল্পের পালা গানের আসরে বেসরকারি সংস্থা সীমান্তিকের বাস্তবায়নে ও এসএমসি ও ইউএসআইডি সহযোগীতায় সভাপতিত্ব করেন-ইউপি সদস্য মো. আবুল কাশেম ও নতুনদিন প্রতিনিধি মাসুক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.রজব আলী, বিশেষ অতিথি ছিলেন-প্যানেল চেয়ারম্যান মো.হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউপি সদস্য আবু হানিফা, আখলাকুল আম্বিয়া শিরিন,সীমা চন্দ,জাকির হোসেন প্রমূখ।

উপ-মহা পুলিশ পরিদর্শকের জামালগঞ্জ থানা পরিদর্শন

সুনামগঞ্জের জামালগঞ্জ থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের উপমহা পুলিশ পরির্দশক কামরুল আহসান বিপি এম।গতকাল রবিবার সকালে জামালগঞ্জ থানা আভ্যন্তরীন বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।সঠিকভাবে মামলা তদন্ত ও দ্রুত নিস্পত্তি, গেস্খফতারী পরোয়ানা তামিল,মাদকদ্রব্য ও জঙ্গিবাদ নির্মলে কমিউনিটি পুলিশসহ এলাকার জনগনকে উৎসাহিত করতে হবে। জনগনের সাথে ভালো আচরণ করার পরামর্শ দেন পুলিশের মহা পরির্দশক। এসময় উনার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো.বরকতুল্লাহ খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার মো.হাবিবুল্লাহ,সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল কানন কুমার দেবনাথ প্রমূখ। সবশেষে থানা প্রাঙ্গনে জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাশেমকে সাথে নিয়ে বৃক্ষরোপন করে জামালগঞ্জ থানার আইন শৃংখলাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn