ছাতকে প্রথম সহকারী কমিশনার(ভুমি) হিসেবে একজন নারী কর্মকর্তা যোগদান করেছেন। গত ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে সহকারী কমিশনার(ভুমি) হিসেবে সাবিনা ইয়াসমিন প্রথম কার্যদিবস কাগজে-কলমে শুরু করলেও মুলত রোববার থেকে তিনি নিয়মিত অফিস করছেন। একটি গুরুত্বপূর্ন ও জটিল পদে একজন নারী কর্মকর্তার যোগদান নিয়ে এখানের মানুষের মধ্যে সৃষ্ঠি হয়েছে ব্যাপক কৌতুহল। এর আগে সহকারী কমিশিনার(ভুমি) শেখ হাফিজুর রহমান ঢাকায় বদলী হওয়ার সুবাদে তিনি তার স্থলাভিষিক্ত হয়েছেন। ১৪ মার্চ সকালে উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথি সংদস সদস্য মুহিবুর রহমান মানিকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শেখ হাফিজুর রহমানকে বিদায় ও নতুন যোগদানকারী সহকারী কমিশনার(ভুমি) সাবিনা ইয়াসমিনকে বরণ করা হয়। ২০১৫ সালের ২৯সেপ্টেম্বর সহকারী কমিশনার(ভুমি) হিসেবে ছাতকে যোগদান করেছিলেন শেখ হাফিজুর রহমান। নতুন সহকারী কমিশিনার(ভুমি) সাবিনা ইয়াসমিন এসেছেন সুদুর বরগুনা থেকে। বরগুনা সদর উপজেলায় তিনি একই পদে দায়িত্ব পালন করেছেন বলেন জানিয়েছেন। এখান কয়েক দিনের কাজের অনুভুতি ব্যক্ত করে সহকারী কমিশিনার(ভুমি) সাবিনা ইয়াসমিন জানান, ছাতক সম্পর্কে যে নেতিবাচক ধারনা তিনি পোষন করেছিলেন, এখানে আসার পর তা সম্পূর্নরূপে পাল্টে গেছে। সবখানেই কিছু স্বার্থ পরায়ন মানুষ থাকে। তাদের বিবেচানায় না এনে এখানের পরিবেশ-পরিস্থিতি সবই কাজ করার অনুকুলে ও ইতিবাচক বলে তিনি মনে করেন। সরকারের দেয়া দায়িত্ব তার অভিজ্ঞতা-দক্ষতা ও সততার সাথে পালন করার জন্য তিনি সেবাভোগী সকলের সহযোগিতা চেয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn