বার্তা ডেস্ক :: দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ অঞ্চলে অবৈধ অনুপ্রবেশের দায়ে বেইজিংয়ের নিবন্ধিত ছয়টি জাহাজ ও ৬০ জন নাবিককে আটক করেছে মালয়েশিয়া। শনিবার দেশটির নৌকর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজগুলো দক্ষিণ-পূর্ব এশীয় দেশের জলরাশিতে অনুপ্রবেশ করায় আটক করা হয়েছে।  দক্ষিণ চীন সাগর বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। সম্প্রতি এ অঞ্চলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা চলছে। মালয়েশিয়া বলছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চীনের নৌবাহিনী এবং জাহাজ৮৯ বার মালয়েশিয়ার সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করেছে। মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) বলছে, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জহুরের উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে চীনের মাছ ধরার জাহাজ ও নাবিকদের আটক করা হয়েছে।- যুগান্তর

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn