জগন্নাথপুর::  জগন্নাথপুরে গ্রামবাসী চলাচলের একমাত্র রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন সাবেক চেয়ারম্যান মজলুল হক। রাস্তাটি বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসী। জানাগেছে, গত কয়েক দিন আগে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের আলী নগর গ্রামবাসী চলাচলের একমাত্র রাস্তার কিছু মাটি কেটে ফেলেন স্থানীয় রাণীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজলুল হকের লোকজন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ও স্থানীয় তপশিল অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ২০ জন গ্রামবাসী স্বাক্ষরিত একটি আবেদন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করা হয়। তাতেও কাজ হয়নি। অবশেষে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেন সাবেক চেয়ারম্যান মজলুল হক। এ ঘটনায় আবারো ২২ জুলাই রোববার সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে গ্রামবাসী স্বাক্ষরিত ও রাণীগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, স্থানীয় ইউপি সদস্য তেরা মিয়া ও ইসরাক আলীর সুপারিশ সহ আরেকটি আবেদন করা হয়। যদিও সাবেক চেয়ারম্যান মজলুল হক বলেন, এটি তাঁর মালিকানা জমি এবং গ্রামবাসীর দাবি এটি সরকারি রাস্তা। তবে রাস্তা বন্ধ হওয়া নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় জনতা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn