তিন তালাক প্রথার বিরোধীতা করেছেন, ইসলাম ধর্মের এই কুপ্রথার বিরুদ্ধে অন্যান্য মহিলাদের সংগঠিতও করেছেন উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা নিদা খান। আর তাতেই মৌলবীদের কোপের মুখে পরেছেন নিদা। তার বিরুদ্ধে জারি হয়েছে ফতোয়া। ঘোষণা করা হয়েছে যে নিদার চুল কেটে আনতে পারবে, তাকে ১১ হাজার ৮৭৬ টাকা পুরস্কার দেওয়া হবে। দেশ না ছাড়লে নিদেকে পাথর মারারও হুমকি দেওয়া হয়েছে। আর সম্প্রতি এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন নিদা খান। এবার নিদার সমর্থনে এগিয়ে এলেন বলিউডের কোরিওগ্রাফার তথা পরিচালক ফারহা খান। নিদা খান ইস্যুতে সম্প্রতি টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ফারহা। নিদা খানের ফতোয়া প্রসঙ্গে ফারহা টুইটে লিখেছেন, যিনি নিদা খানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন দয়া করে কেউ এই মৌলানাকে গ্রেফতার করুন। নিজেই নিজেকে ধর্মের অভিভাবক দাবি করে কীভাবে কেউ এধরনের মন্তব্য করতে পারে? আমি কখনওই তাকে ধর্মগুরু হিসাবে মেনে নিতে পারি না, যিনি আমার ধর্মকে এভাবে ছোট করতে পারেন। আমি কি ওনাকে একটা সজোড়ে থাপ্পড় কষাবো? পাশাপাশি এবিষয়টি নিয়ে প্রতিবাদে তিনি যে এক্কেবারেই ভীত নন, তাও জানিয়েছেন ফারহা।

প্রসঙ্গত, নিদা খান নিজেও এই তিন তালাকের শিকার, তাই মুসলিম মহিলাদের এই যন্ত্রণার কথা ভালোভাবেই বোঝেন। সে কারণে তিন তালাক প্রথার বিরুদ্ধে মহিলাদের একত্রিত করা শুরু করেছেন নিদা। তবে ইতিমধ্যে ফতোয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন নিদা খান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn