সুনামগঞ্জ:: বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য,জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক,সুনামগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সুনামগঞ্জ পৌরসভার ২ বারের নির্বাচিত সাবেক মেয়র আলহাজ¦ আয়্যুব বখত জগলুল স্মরণে সার্বজনীন শোক সমাবেশ আয়োজনের সিদ্বান্ত নিয়েছে সুনামগঞ্জ পৌরসভা। শনিবার সকাল ১১টায় এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আপ্তাব উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নাদর বখত। প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত ঐ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক গবেষক এডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইন,সিনিয়র আইনজীবি এডভোকেট স্বপন কুমার দেব, জেলা রেডত্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক এডভোকেট পীর মতিউর রহমান, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক,ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলাল, সাংবাদিক এমরানুল হক চৌধুরী,সাবেক কাউন্সিলর পদপ্রার্থী কল্লোল রায়সহ পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবর্গ।

এসময় জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী,এডভোকেট আলী আমজাদ,এডভোকেট বজলুল মজিদ চেীধুরী খসরু,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট রইছ উদ্দিন উদ্দিন আহমদ,সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা,এডভোকেট সালেহ আহমদ,এডভোকেট চান মিয়া,পিপি ড. খায়রুল কবির রোমেন,জাপা নেতা সাইফুর রহমান সমছু,আওয়ামীলীগ নেতা হায়দার চৌধুরী লিটন,সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু,সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ পাল নিতাই,এডভোকেট আব্দুল অদুদ,এডভোকেট শহীদুল হাসমত খোকন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,সাধারন সম্পাদক পীর মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা এডভোকেট শুকুর আলী,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান সেলিম,পৌর আওয়ামীলীগ নেতা সাজিদুর রহমান,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, এডভোকেট হাসান মাহবুব সাদী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রফিক আহমদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মত সিদ্বান্ত নেয়া হয়,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে নেত্রীর পরামর্শ নিয়ে তাঁরই দেয়া দিন তারিখে সুবিধাজনক সময়ে সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সার্বজনীন স্মরণ সভার মধ্যে দিয়ে জননেতা আয়্যুব বখত জগলুলকে স্মরণ করা হবে। আগামী জুন মাসের ২২/২৩ তারিখের মধ্যে শোক সমাবেশ আয়োজনের সম্ভাব্য দিন তারিখ ধার্য করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn