ছাতক সংবাদদাতাঃ   সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান (বিপিএম) বলেছেন, সরকারের আধুনিক রূপকল্প পুলিশিং বাস্তবায়নে কাজ করছে পুলিশ বিভাগ। সরকারের নির্দেশনা মোতাবেক গণমুখি পুলিশিব্যবস্থা চালু করা হয়েছে। প্রকৃতসেবা নিশ্চিত করতে জনতার সাথে পুলিশের দূরত্ব কমিয়ে আনতে হবে। দেশব্যাপী জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজি, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান প্রসংশনীয়। তিনি বলেন, টাউট-বাটপার সহায়তা না-নিয়ে জনসাধারনকে সরাসরি পুলিশি সেবা গ্রহণের পথ উন্মুক্ত করে দিতে হবে। গতকাল রবিবার সকালে ছাতক থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউজ ডে উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমানের সভাপতিত্বে ও এসআই সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সিনিয়র এএসপি সার্কেল (ছাতক) দোলন মিয়া, কমিউনিটি পুলিশিংয়ের আহŸায়ক ছানাউর রহমান ছানা, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, আ’লীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, আব্দুল হেকিম, দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, অদুদ আলম, আখলাকুর রহমান, বিল¬াল আহমদ, আবুল হাসনাত, পৌর কাউন্সিলর ধন মিয়া, আছাব মিয়া, পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামছু মিয়া, ব্যবসায়ী মিফতাহ আহমদ, নুরুল হক খান, মাওলানা ফজলুর রহমান, কুতুব উদ্দিন, বাবুল রায়, আব্দুল অদুদ, আফতাব উদ্দিন, দুলাল মিয়া, সমছু মিয়া, লোকমান আহমদ, টিএম রায়হান, আমিনুল ইসলাম সেলিম প্রমুখ।  সভায় পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, তাসলিমা জান্নাত কাকলী, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব, ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, ওসি (অপারেশন) গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবকলীগ নেতা মনজুর আলম, কৃপেশ চন্দ, জয়নাল আবেদীন, সহ পুলিশ, ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এখানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্য যেকোন সময়ের চেয়ে ভাল বলে মন্তব্য করেছেন। এছাড়া ছাতকে নৌ-পথে চাঁদাবাজি, গরু চুরি, তীরখেলা, ইভটিজিং, মাদক নিয়ন্ত্রণসহ পুলিশের জনবল বৃদ্ধি, গোবিন্দগঞ্জ পয়েন্টে পুলিশ ফাঁড়ি ও যানজট নিরসনে ডিআইজি ও এসপি যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn