আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য নিয়ে মজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫৩ হাজার,৩ শত ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) আশ্রয়ণ-২ প্রকল্পের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ জুন রবিবার সাড়ে ১১টায় গণভবণ থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেবের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবিরের সঞ্চালনায় আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা প্রকৌশলী আব্দুল সাত্তার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপকার ভোগী দেবল তালুকদার ও চায়না প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রশাসনের মাধ্যমে চাবি হস্তান্তর করা হয় উপকার ভোগী সকলের মাঝে।

মুজিব বর্ষ উপলক্ষে একই প্রকল্পের আওতায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রোববার সকাল সাড়ে ১১ টায় তাহিরপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) আশ্রয়ণ-২ প্রকল্পের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্যে রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন,তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল কবির,তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার,উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ দোলা, প্রকৌশলী মোঃ ইকবাল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আবু আহমদ শাফী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, উপজেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আলমগীর খোকন,উপজেলা আ,লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,আনসার ভিডিপির কর্মকর্তা শহীদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানাজার মনোলাল রায়,আ,লীগ নেতা অনুপ রায়,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম,বর্তমান সভাপতি আবুল বাসার প্রমুখ।

 

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn