সুনামগঞ্জের তাহিরপুরে করোনাভাইরাস সংক্রমণরোধে বিধিনিষেধ অমান্য করে পর্যটন স্পটগুলোতে পর্যটক আগমন ও পরিবহন নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী দুটি নৌযানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রোববার (২০ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশে পর্যটন কেন্দ্রসমূহ সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় তাহিরপুরেও নৌযানকে পর্যটক পরিবহন না করার জন্য ও পর্যটকদের আগমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্বাস্থ্যবিধি রক্ষার্থে পর্যটন স্পটসহ উপজেলাজুড়ে এ ধরনের অভিযানের পরিধি আরও বাড়ানো হবে। কোন ছাড় দেওয়া হবে না।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn