জার্মানির ডাসেলডর্ফ রেলস্টেশনে বৃহস্পতিবার রাতে যুগোস্লাভিয়ান যুবক কুঠার নিয়ে হামলা চালিয়ে সাতজনকে আহত করেছেন। পরে পুলিশ তাকে আহত অবস্থায় গ্রেপ্তার করে। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে এ হামলা হয়। আহত সাতজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পুলিশ জানায়, ৩৬ বছর বয়সী হামলাকারী সাবেক যুগোস্লাভিয়া থেকে এসেছেন। গ্রেপ্তার এড়াতে সেতুর ওপর থেকে লাফ দিয়ে তিনিও গুরুতর আহত হন। হামলাকারী মানসিক রোগে আক্রান্ত বলে ধারণা পুলিশের। ডাসেলডর্ফের মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এএফপির খবরে জানানো হয়, ডাসেলডর্ফ স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আঞ্চলিক পুলিশ টুইটে জানায়, আবার কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা জানা যায়নি। নাম প্রকাশ না করে প্রত্যক্ষদর্শী বিল্ড পত্রিকাকে বলেন, ‘আমরা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন আসার পর হঠাৎ একজন কুঠার নিয়ে হামলা শুরু করে।’ জার্মান সংবাদ সংস্থা ডিপিএ বলছে, আহত থাকার কারণে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। হামলার কারণও বের করতে পারেনি পুলিশ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn