বার্তা ডেস্ক:ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। জ্যামাইকা তালাওয়াহস তাকে দলে টেনেছে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় জ্যামাইকার হয়ে সাকিবের ফেরার খবর জানিয়েছে সিপিএল কর্তৃপক্ষ। আগামী ২৮ আগস্ট শুরু হবে সিপিএলের নবম আসর। ছয় দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। তবে এ সময়ে জ্যামাইকা সাকিবকে পুরো টুর্নামেন্ট পাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে ব্যস্ততা রয়েছে বাংলাদেশের। ইতোমধ্যে আগামী মাসে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বাদ দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন বাঁহাতি এ অলরাউন্ডার।

জ্যামাইকার হয়ে তৃতীয়বার খেলতে যাচ্ছেন সাকিব। ২০১৬ সালে দলটির হয়ে শিরোপা জিতেছিলেন তিনি। খেলেছেন পরের বছরও। ২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে খেলেছেন সাকিব। একই দলের হয়ে ২০১৯ সালে জিতেছেন ট্রফি। সিপিএলে বার্বাডোজের হয়ে ৬ রানে নেওয়া ৬ উইকেটই টি-২০ তে সাকিবের সেরা বোলিংয়ের রেকর্ড। টুর্নামেন্টে ৩০ ম্যাচে ২৯ উইকেট ও ৩৫৪ রান করেছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn