বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে দ্রুততম ২ হাজার রান পূর্ণ করেছেন মুমিনুল হক। এ রেকর্ড করতে তিনি সাকিব আল হাসান, তামিম ইকবাল ও হাবিবুল বাশারকে পেছনে ফেলেছেন। ১ হাজার ৮৪০ রান নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেন মুমিনুল হক। চা-বিরতির আগেই সেঞ্চুরি করেন। ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুমিনুল হক ছুঁয়েছেন ২ হাজার রানের মাইলফলক। তবে সবার থেকে কম ইনিংস খেলে এ মাইলফলক ছুঁয়েছেন তিনি। রঙ্গনা হেরাথের হাওয়ায় ভাসানো বল এগিয়ে এসে লং অফ দিয়ে বাউন্ডারিতে পাঠান মুমিনুল হক। ১৫৭ রান থেকে এক লাফে পৌঁছে যান ১৬০ রানে। তাতেই রেকর্ডের চূড়ায় মুমিনুল। মাত্র ৪৭ ইনিংসেই মুমিনুলের ২ হাজার রানের রেকর্ড গড়েছেন। মুমিনুলের থেকে ৬ ইনিংস বেশি খেলে দুই হাজার রান করেছিলেন তামিম। তালিকার এরপরই আছেন সাকিব আল হাসান (৫৭ ইনিংস), হাবিবুল বাশার (৫৮ ইনিংস) ও ‍মুশফিকুর রহিম (৬৭ ইনিংস)।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn