যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া (পিএ-০১) রাজ্য থেকে প্রাথমিক নির্বাচনে মার্কিন কংগ্রেসের প্রার্থী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা বাংলাদেশি বংশোদ্ভূত ড. নীনা আহমেদ। এ উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার নিউজার্সির প্রিন্সটনে অনুষ্ঠিত হয়েছে তার ফান্ডরেইজিং ডিনার। অনুষ্ঠানে ড. নীনা আহমেদ মার্কিন কংগ্রেসের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি গর্বিত যে, আমি একজন বাংলাদেশি। এই নির্বাচনে আপনারা আমার পাশে থাকলে আমিও বাংলাদেশি আমেরিকান হয়ে এই নির্বাচনে দৃঢ়তার সঙ্গে শেষ পর্যন্ত লড়ে যাবার অঙ্গীকার করছি।’ তিনি বলেন, ‘আমি জয়ী হলে বাংলাদেশের এবং বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করার অনেক পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের সঠিক পথনির্দেশনায় অনেক কাজ করতে হবে।’ অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউজার্সির বিশিষ্ট ব্যবসায়ী মিয়ান হেলালি এবং শামসুন হেলালি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউজার্সির প্লেইন্সবরোর কাউন্সিলম্যান মুক্তিযোদ্ধা ড. নুরান নবী। অনুষ্ঠানে ড. নুরান নবী বলেন, ‘ড. নীনা একজন বাংলাদেশি আমেরিকান বংশোদ্ভূত প্রথম নারী কংগ্রেস প্রার্থী। তিনি অত্যন্ত সুশিক্ষিত ও বিচক্ষণ রাজনীতিক। অতীতেও তিনি তার নিজের যোগ্যতায় ওবামা প্রশাসনে স্থান করে নিয়েছিলেন এবং ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র নিযুক্ত হয়ে ছিলেন।’ ড. নুরান নবী নিজেদের এবং কমিউনিটির স্বার্থে ড. নীনাকে আসন্ন নির্বাচনে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn