তাহিরপুর:: তাহিরপুর উপজেলায় রাস্তাঘাট ও বাজারে মানুষের বিচরণ বাড়ছে। লোকজন আর ঘরে থাকছে না।  মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্বের নির্দেশনা। এদিকে এখনও ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর থেকে লোকজন আসছে। এতে করে এই উপজেলার করোনা ভাইরাসের প্রার্দুভাব বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি শপিংমল খুলে দেওয়ার নির্দেশনার পর উপজেলার বিভিন্ন বাজার ও সড়ক পথে বিভিন্ন যানবাহনে মানুষের সমাগম বেড়েছে। এমন চিত্র দেখা গেছে উপজেলার তাহিরপুর সদর, বাদাঘাট, নতুন বাজার, বাগলী, জয় বাংলা বাজারসহ বিভিন্ন বাজারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, এ পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬জন। এর মধ্যে ঢাকায় চলে গেছেন আক্রান্ত ৪জন। বাকী দু-জনকে তাদের নিজ নিজ বাড়িতে আইশোলইশনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ৬জনেই সর্বত্রই বিচরণ করেছে।

জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নের বাদাঘাট বাজার, সোলাইমানপুর বাজার, বাগলী, নতুন বাজার, জয় বাংলা বাজার(বড়ছড়া), বালিজুরী বাজার, আনোয়ারপুর বাজার, তাহিরপুর সদর, চাঁনপুর বাজারসহ বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান থেকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেওয়ায় উপজেলা সদরসহ হাওরাঞ্চলের বাজারগুলো ও রাস্তাঘাট ছিল জনশূন্য। কিন্তু টহল কমে যাওয়ায় বাজারে জনসমাগম বেড়েছে। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, সবাইকে সচেতন হতে হবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে নিজের সুরক্ষার জন্য। না হলে কঠিন পরিস্থিতির শিকার হতে হবে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, বাজারে ইফতারি বিক্রি করা যাবে কিন্তু রেস্টুরেন্টোর ভেতরে খাওয়ানো যাবে না। তিনি বলেন, দোকানপাট সীমিত পরিসরে খোলা রেখে সবাইকেই স্বাস্থ্যবিধি, নিয়মের মধ্যে চলাচল ও সচেতনতার সাথে কার্যক্রম চালানোর জন্য বারবার বলছি। আমাদের সবাইকে নিয়মের মধ্যেই থাকতে হবে। এর বাইরে মানুষজন কাজ করলে প্রশাসন আরো কঠোর হতে বাধ্য হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn