তাহিরপুর :: তাহিরপুর সীমান্তে ভারতের ব্যাটালিয়ন পুলিশের হাতে আটককৃত ৪ বাংলাদেশী শ্রমিককে প্রায় ২৪ ঘন্টা পর দুই দেশের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।  অপরদিকে একই সময়ে আটককৃত ভারতীয় ৪ নাগরিককে বিএসএফর হাতে তুলে দিয়েছে বিজিবি । বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত বিজিবি ও বিএসএফর মধ্যে চাড়াগাঁও সীমান্তের ১১৯৫ মেইল পিলার সংলগ্ন জঙ্গলবাড়ী নামক স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  বিজিবি সূত্রে জানা যায়, দুই দেশের পতাকা বৈঠকে বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বীরেন্দ্রনগর কোম্পানী কমান্ডার নিজাম উদ্দিন ও চারাগাও বিওপির হাবিলদার মো. মোনায়েম খাঁন। অপরদিকে ভারতের বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন চারাগাও বিএসএফ কমান্ডার মুকোশ সিং। দু’পক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ হওয়ায় বাংলাদেশী সলিম উদ্দিন (৩০), লাল চাঁন মিয়া (৩২), সুজন মিয়া (৩৫) ও সচিন্ড দাস (৩৮) সহ ৪ শ্রমিককে বীরেন্দ্র নগর বিজিবি কম্পানী কমান্ডার নিজাম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।  অপরদিকে বিজিবি কোম্পানী কমান্ডার নিজাম উদ্দিন ভারতের অর্জিত হাজং (৬০), দেব জনি হাজং (৫৫), রামলা হাজং (৫০), জোসনা গারো (৪৫)সহ ৪ ভারতীয় নাগরিককে মুকোশ সিংয়ের হাতে হস্তান্তর করেন। প্রসঙ্গত, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ভারতীয় বিএসএস ১১৯৫ মেইন পিলার সংলগ্ন জিরো পয়েন্টের তারকাটার ভিতরে চেক পোস্ট নির্মাণ করার কথা বলে ৪ বাংলাদেশী শ্রমিক নিয়ে যায়। চেকপোস্ট নির্মাণ করার এক পর্যায়ে ভারতীয় ব্যাটালিয়ন পুলিশ তাদের আটক করেছিল। এইদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বর্ডারগার্ড বিজিবিও ভারতীয় ৪ নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক করেছিল। সুনামগঞ্জ বিজিবি ২৮ বর্ডারগার্ট ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন  আহমদ পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেছেন ৪ বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে এবং ভারতীয় ৪ নাগরিককে বিএসএফর হাতে ফেরত দেয়া হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn