তাজুল ইসলাম:: দোয়ারাবাজারে খোলা আকাশের নিচে তাবু টানিয়ে এসএসসি পরীক্ষা নেয়া হচ্ছে। উপজেলার বড়খাল স্কুল এন্ড কলেজ ও জাহাঙ্গীরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষায় ৮১৭জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ৭৭১জন পরীক্ষার্থী অংশ নেয়। সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, বড়খাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পর্যাপ্ত টেবিল-চেয়ার, আসবাবপত্র ও কক্ষ থাকার পরও সরকারি নীতিমালার কারণে মাঠে তাবু টানিয়ে সেড তৈরি করে ৩৯৯জন পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হচ্ছে। এতে স্থানীয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবকরা জানান, এ পরিস্থিতিতে সামান্য বাতাস অথবা ঝড়বৃষ্টি হলেই পরীক্ষার্থীদের চরম দূর্ভোগ পোহাতে হবে। এছাড়া বর্তমান হাড়কাঁপানো শীত বা পরীক্ষার শেষভাগে প্রচন্ড গরমে পরীক্ষার্থীরা অসুস্থ হতে পারে বলেও আশংকা করছেন সচেতন অভিভাবকরা। সংশি¬ষ্ট কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক বলে তারা জানান। পরীক্ষা কেন্দ্রর দায়িত্বে থাকা সচিব ও বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির আহমেদ বলেন, এসএসসি পরীক্ষা দিতে অসুবিধা হলেও আমার কিছু করার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের মাঠে তাবু টানিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে। দোয়ারাবাজার উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী এক প্রতিষ্ঠানের পরীক্ষার্থী অন্য প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয়ার বিধান থাকায় সামিয়ানা (তাবু) টানিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে। প্রকৃতিক কোনো দূর্যোগ দেখা দিলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn