ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

ধর্মপাশা উপজেলায় বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে মাইনুল ইসলাম নামের এক লাইনম্যানের মৃত্যু ও মোবারক হোসেন নামের অপর লাইনম্যান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাসপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়- বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই লাইনম্যান দাসপাড়া গ্রামে বিদ্যুতের লাইন মেরামত করতে যান। চালু লাইনে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় ওই দুই লাইনম্যান বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। যেখান থেকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাইনুলকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নাটোর জেলার বাগাটিপাড়া উপজেলার চিতলিয়া গ্রামে। আহত মোবারককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মোবারকের বাড়ি নরসিংদী জেলায়। নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির ধর্মপাশা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সরোয়ার জাহান বলেন- মাইনুল ইসলামের লাশ নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে নামাজের জানাযা শেষে লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

ধর্মপাশায় মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

  ফসল রক্ষা বাঁধের কাজের সাথে জড়িত পাউবো, ঠিকাদার ও পিআইসির দুর্নীতিরবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ধর্মপাশা উপজেলাকে দুর্গত ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ এপ্রিল) সকাল এগারটায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। ঘণ্টা ব্যাপি মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার অংশ গ্রহণ করে।  এতে বক্তব্য দেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রুহুল আমিন তালুকদার, সাবেক কমান্ডার লিয়াকত আলী, জেলা পরিষদ সদস্য শামীম আহম্মেদ মুরাদ, সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক জুবায়ের পাশা হিমু, হাফিজুর রহমান, মজিবুর রহমান মজুমদার ও রহমত প্রমুখ। বক্তরা বলেন- এক বছরের জন্য ক্ষতিগ্রস্থ প্রত্যেক কৃষককে খাদ্য সহায়তা প্রদান, সেনাবাহিনীর মাধ্যমের বাঁধের কাজ তদারকি করা, এনজিও ঋণ ও কৃষি ঋণ এক বছরের জন্য আদায় বন্ধ রাখার জন্য দাবি জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn