বোলিংয়ে অসাধারণ শুরুর পরও লক্ষ্যটা ছোট রাখা যায়নি। দুই পেরারা কুসল ও থিসারার ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় শ্রীলঙ্কা। দারুণ ফিফটিতে দলকে পথে রাখেন তামিম ইকবাল। দুর্দান্ত এক ইনিংসে দলকে অসাধারণ এক জয় এনে দেন মাহমুদউল্লাহ।
বাংলাদেশের অবিস্মরণীয় জয়
ইসুরু উদানার করা ওভারে প্রয়োজন ছিল ১২ রান। প্রথম বলে কোনো রান হয়নি। দ্বিতীয় বলে রান আউট হয়ে যান মুস্তাফিজ। তৃতীয় বলে স্ট্রাইক পান মাহমুদউল্লাহ। সেই বলে হাঁকান চার। পরের বলে নেন দুই রান। জয়ের জন্য শেষ ২ বলে দরকার ছিল ৬ রান। পঞ্চম বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে দলকে নিয়ে যান রোববারের ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত। রোমাঞ্চকর উত্তেজনার ম্যাচে ১ বল বাকি থাকতে দুই উইকেটে জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টে স্বাগতিকদের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় জয়।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৫৯/৭ (গুনাথিলাকা ৪, মেন্ডিস ১১, কুসল ৬১*, থারাঙ্গা ৫, শানাকা ০, জিবন ৩, থিসারা ৫৮, উদানা ৭*, দনঞ্জয়া ১*; সাকিব ১/৯, রুবেল ১/৪১, মুস্তাফিজ ২/৩৯, মিরাজ ১/১৬, মাহমুদউল্লাহ ০/২৯, সৌম্য ১/২১)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬০/৮ (তামিম ৫০, লিটন ০, সাব্বির ১৩, মুশফিক ২৮, সৌম্য ১০, মাহমুদুল্লাহ ৪৩*, সাকিব ৭, মিরাজ ০, মুস্তাফিজ ০, রুবেল ০*; ধনঞ্জয়া ২/৩৭, মেন্ডিস ১/২৪, ফের্নান্দো ০/১০, আপোন্সো ১/১৯, পেরেরা ০/২০, গুনাথিলাকা ১/২৪, উদানা ১/২৬)
ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn