সাফ অনুর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশীপের বাংলাদেশ নারী ফুটবল দলকে সংর্বধনা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে গণভবনে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সেখানেই মেয়েদের এমন সাফল্যের অনুপ্রেরণা হিসেবে প্রত্যেক নারী ফুটবলারকে এক লাখ টাকা পুরস্কার তুলে দিয়েছেন ক্রীড়া প্রেমী শেখ হাসিনা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘তারা (নারী ফুটবলার’রা) বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে। বাংলাদেশের জন্য এই জয় বিশাল অর্জন। সাফ অনুর্ধ্ব ১৫ ফুটবল টুর্ণামেন্টে ভারতকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনা আমাদের মেয়েদের জন্য খুব সহজ ছিল না।’ উক্ত অনুষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরো মনযোগী হতে ছেলে-মেয়েদের প্রতি আহবান জানান তিনি। শেখ হাসিনা বলেন, ‘যারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিজেদেরকে সম্পৃক্ত করেছে, তারা ভাল করেছে। তাদের মন মানসিকতা অনেক বড় হবে এবং তারা কখনো ভুল পথে পা বাড়াবে না। তিনি ফুটবলকে বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা উল্লেখ করে বলেন, ফুটবলে যথাযথ মনযোগ দিতে হবে।’ এছাড়া ফুটবলের সাথে বঙ্গবন্ধু পরিবারের সম্পৃক্ততার উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু এবং তার দাদা ফুটবল খেলা পছন্দ করতেন। আর তার বড় ভাই শেখ কামাল দেশের সেরা ক্রীড়া ক্লাব আবাহনী ক্লাব প্রতিষ্ঠা।’ শেখ হাসিনা ছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৫ সাফ মহিলা চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলায় ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn