গাজীপুরের সালনায় ঢাকা-রাজশাহী রেলরুটে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও পাঁচজন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের সালনা এলাকায় রেলক্রসিংয়ে স্থানীয় টিএম ফ্যাশন নামের একটি পোশাক কারখানার কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন। এ সময় ঘটনাস্থলে কাভার্ডভ্যানের দুজন নিহত হন, আহত হন আরও পাঁচজন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সরিয়ে নেয়া হলে রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসীব মোহাম্মদ ইরশাদুল্লাহ জানান, হাসপাতালে আনুমানিক ৩৫ বছর বয়সী একজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় বিস্তারিতভাবে জানা যায়নি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn