জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে এক মঞ্চে এসে ভোট প্রার্থনা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। কোন্দল গ্রুপিং ভুলে নেতাকর্মীরাও শেষ মুহূর্তে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন।

শনিবার (০৪ মার্চ) বিকেলে জগন্নাথপুর বাজারের বড়গলিতে নৌকার প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদের সভাপতিত্বে ও  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বি স্মরণ, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, আনহার মিয়া, আব্দুল জব্বার, মুজিবুর রহমান মুজিব, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান, প্যানেল মেয়র সফিকুল হক, প্রবাসী আকমল খাঁন, জল্লুর রশীদ লীল, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তহুর আলী, শিমুলবাগ ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, আওয়ামী লীগ নেতা মাছুম আহমদ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি সাইফুল সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আনোয়ার আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমুখ।

সভায় বক্তারা বলেন- আওয়ামী লীগের সম্মান রক্ষায় সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীদেরকে বিজয়ী করে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে হবে। বক্তারা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত জগন্নাথপুর উপজেলায় নৌকার প্রার্থীদেরকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান নেতাকর্মীদের প্রতি।

পরে নেতাকর্মীরা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারীকে নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ করে ভোটপ্রার্থনা করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn