সেচ্ছাসেবী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সমৃদ্ধি কর্মসুচির কার্যক্রমের উপর সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে স্বাস্থ্যশিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও যৌন হয়রানিসহ বিভিন্ন বিষয় সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পটগান ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা ও পটগান পরিবেশনা বিকাল ৩০.৩০ থেকে সন্ধা পর্যন্ত এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফৌজিয়ারা বেগম সাম্মী সদস্য জেলা পরিষদ ও চেয়াম্যান জাতীয় মহিলা সংস্থা, তিনি বলেন, সামাজিক সচেতনতামুলক পটগানের আয়োজ করায় পদক্ষেপকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, নিগার সুলতানা কেয়া মহিলা ভাইস চেয়ারম্যান সুনামগঞ্জ সদর উপজেলা। পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর মোঃ মজিবুল হক জানান, স্বাস্থ্যশিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও যৌন হয়রানিসহ বিভিন্ন বিষয় সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পটগানের মাধ্যমে যুব সমাজকে সচেতন করার জন্য এ গানের আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান আগামী কাল বৃহস্পতিবার একই গান মঙ্গলকাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হবে এবং আগামী শুক্রবার বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড ভিত্তিক যুব ফুটবল খেলার সেমি ফাইনাল খেলা বিকাল ৩টায় কৃঞ্চনগর বনাম মইনপুর দুটি দল অংশগ্রহন করবেন। এ সময় সুরমা ইউপি সদস্য আবুল হেসেন ও পদক্ষেপের এম আই এস অফিসার মোঃ মনিরুজ্জামান, স্বাস্থ্য কর্মকতা মোঃ সুলতান মাহমুদ, জাহিদ হাসান, এসডিও, আলমগির, আঃ রহিম খলিফাসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলে। হীড বাংলাদেশের শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় পটগান হাজার হাজার দর্শকবৃন্দ গভীর আগ্রহ সহকারে উপভোগ করেন। পরে হীড বাংলাদেশের শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn