মো. মশিউর রহমান এর ফেসবুক স্ট্যাটাস থেকে– সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বাগগাঁও গ্রামের কাউসার আলম একজন পুতি শিল্পী।‌ সে সরকারি দিগেন্দ্র বর্মন সরকারি কলেজ হতে স্নাতক ডিগ্রি অর্জন করে। বর্তমানে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীতে অফিস স্টাফ হিসেবে কর্মরত। এ বছরের শুরুতে সে পুতি দিয়ে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি তৈরি করে । বর্তমানে সেটি ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু যাদুঘরে সংরক্ষিত আছে। আজ সন্ধ্যায় পুতি দিয়ে তৈরি হাসন রাজা, রাধারমণ, দূরবীন শাহ, বাউল আব্দুল করিমের প্রতিকৃতি সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরের জন্য কিনে নেন জেলা প্রশাসক আব্দুল আহাদ। ‌ আমার স্নেহভাজন শিক্ষার্থী কাউসারের জন্য অনেক অনেক শুভকামনা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn