বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো.কামরুল আহসান, বিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. কামরুল আহসান বলেন, হাওরকন্যা সুনামগঞ্জের সুনাম সারাদেশজুড়ে সমাদৃত। সংস্কৃতির অন্যতম অংশ খেলাধুলা। খেলাধুলা যতো বেশি আয়োজন করা হবে যুব সমাজ ততো মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকবে। তাই খেলাধুলার কোন বিকল্প নেই। ক্রিকেটের ভীরে অনেকেই মনে করেন ফুটবল হারিয়ে যাচ্ছে। কিন্তু আসলে তা নয়। ফুটবল গ্রাম বাংলার অনেক জনপ্রিয় খেলা। এটি হারিয়ে যাবে না। তাই এই জনপ্রিয় খেলাটি আমাদের চর্চার মাধ্যমে ধরে রাখতে হবে। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গোল্ডকাপ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ। এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জগন্নাথপুর থানা ৩-১ গোলে হারিয়েছে তাহিরপুর থানাকে। খেলার প্রথমার্ধ থেকেই আক্রমাণাত্মকভাবে খেলতে থাকে জগন্নাথপুর থানা। এরই প্রেক্ষিতে প্রথমার্ধের ১৭ মিনিটে গোল করেন জগন্নাথপুর থানার ১১ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় জিল্লু। দ্বিতীয়ার্ধে ৪৬ মিনিটে জগন্নাথপুর থানার পক্ষে গোল করেন দলের ৩ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আমাউকা। পরবর্তীতে তাহিরপুর থানা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। খেলার ৫৪ মিনিটে তাহিরপুর থানার হয়ে একমাত্র গোল করেন দলের ১১ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মানিক। উত্তেজনাপূর্ণ খেলার শেষমুহূর্তে ৭০ মিনিটে আবারো গোল করেন জগন্নাথপুর থানার ৮ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় নাইম। উদ্বোধনী ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মনির হোসেন, শেখ ফরিদ আহমদ, আমিনুল ইসলাম, শাহিন রহমান। আজ সোমবার দুপুর ২টা ৩০মিনিটে পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সুনামগঞ্জ সদর থানা বনাম মধ্যনগর থানা।
উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টে অংশ নিয়েছে সুনামগঞ্জ জেলার ১২টি থানা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn