কলকাতার ঐতিহ্যবাহী ৪৩তম আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। তবে এবারও এই বইমেলার ঠাঁই হয়নি কলকাতা শহরে । বৃহস্পতিবার কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে এ মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বইমেলাকে কলকাতার ময়দান থেকে সরিয়ে নেয়ায় কঠোর সমালোচনা করে বাংলাদেশের নির্বাসিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন শুক্রবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তসলিমা নাসরিন লেখেন, কলকাতার ময়দান থেকে বইমেলাকে সরিয়ে দিয়ে বইমেলার সর্বনাশ করা হয়েছে। মানুষ আজকাল বই পড়ছে না, বাংলা বই তো আরো পড়ছে না, এমন সময় বইমেলাকে চোখের আড়াল করে দেওয়া মানে সামান্য যেটুকু পড়ার উৎসাহ মানুষের ছিল, সেটুকুকেও কফিনে ঢুকিয়ে দেওয়া। তিনি আরো বলেন, ময়দান আর্মিদের। আর্মিরা নাকি মনে করে বইমেলায় দূষণ হয় খুব, সে কারণে ময়দানে বইমেলা বন্ধ। আর্মিদের যা কিছু মনে করার অধিকার আছে। কিন্তু যারা আর্মি নয়, তাদের তো আর্মিদের জানিয়ে দিতে হবে যে, বইমেলা ময়দানেই হবে, কারণ বইমেলা ময়দানের। ময়দান কী নিয়ে গর্ব করবে যদি তার বইমেলাই না থাকে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn