বার্তা ডেক্স:: বাহরাইনে সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সহোদর ভাই। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দেশটির হামেলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কুমিল্লা সদরের মোহাম্মদ এলাহি, বরিশালের ঝালকাঠির রমজান ও টাঙ্গাইলের মধুপুরের চান মিয়া। আরেকজনের পরিচয় জানা যায়নি। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গুরুতর অবস্থায় কুমিল্লার দুই সহোদর শহিদুল ইসলাম ও এনায়েতকে স্থানীয় বিডিএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হতাহত ছয়জনের মধ্যে পাঁচজনই একই কোম্পানিতে কাজ করতেন। তারা রাজধানী মানামায় থাকতেন। ঘটনার দিন কাজ থেকে ঘরে ফেরার সময় প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ‘রং সাইডে’ গেলে পেছন থেকে আরেকটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। ফলে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং দুই সহোদর গুরুতর আহত হন।-পূর্বপশ্চিমবিডি

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn