মোহাম্মদ এ আরাফাত –

উচ্চ আদালত খালেদা জিয়াকে দু’টি মামলাতেই স্থায়ী জামিন দিয়েছেন। এতে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, আদালতের উপর সরকারের ‘কথিত’ কোনো প্রভাবই আসলে নেই, যদিও বিএনপি-জামাতি আর সুশীলিয় বামাতী প্রচার অনুযায়ী সরকার নাকি আদালতের উপর সর্বক্ষণ প্রভাব খাটাচ্ছে। অথচ শুধু কি জামিন? তাও আবার স্থায়ী জামিন। এটা কিভাবে সম্ভব হয়? এদিকে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নাকি পরিকল্পিতভাবে বিচার বিভাগের প্রতিপক্ষ হয়ে উঠেছে। তাহলে আমার প্রশ্ন, খালেদা জিয়ার ‘এতিমের টাকা চুরির মামলা’ সংক্রান্ত রায় নিয়ে আপনাদের এতো কিসের শংকা? বিচার বিভাগ যদি সরকারের প্রতিপক্ষই হয়ে থাকে, তাহলে কোন্‌ ক্ষমতা বলে এবং কিভাবে সরকারের প্রভাবে আদালত রায়  দেবে, বলবেন কি? রায় পছন্দ হলে আদালত ভালো, পছন্দ না হলে সরকারের প্রভাবে হয়েছে। বাহ! ভালোই তো? উড়ঁনষব ংঃধহফধৎফ এর একটা সীমা থাকা উচিত।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn